জার্মানিতে উচ্চশিক্ষা নিতে যেসব বিষয় জানতে হবে

প্রতীকী ছবি
জার্মানি আন্তর্জাতিক ছাত্রদের অধ্যয়নের জন্য একটি চমৎকার জায়গা হিসাবে গণ্য করা হয়। কারণ এটি শিক্ষার্থী বান্ধব পরিবেশ এবং উন্নতমা্মানের একাডেমিক সুযোগ দেয়। জার্মানির আন্তর্জাতিক পর্যায়ে বেশ কিছু শীর্ষ বিশ্ববিদ্যালয় আছে।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানিতে উচ্চ শিক্ষার সুযোগ বাড়ছে। গবেষক, প্রকৌশল বিজ্ঞান এবং বিভিন্ন বিষয়ে স্নাতক বা ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার সুযোগ থাকছে। জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিসের (ডিএএডি) আওতায় শিক্ষার্থীরা স্কলারশিপ পাবেন।
গত ২৫শে জানুয়ারী রাজধানীর বারিধারাস্থ জামান অ্যাম্বাসীতে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান বাংলাদেশস্থ জার্মান রাষ্ট্রদূত পিটার পারেন হোল্টজ।
দেশের বাইরে যারা পড়তে জাওয়ার ইচ্ছে আছে তাদের একাগ্রতার সাথে প্রস্তুতি নেওয়া উচিত। দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যেতে হলে দীর্ঘমেয়াদি প্রস্তুতি আছে। প্রস্তুতির কোথাও ত্রুটি হলে সবকিছু জলে যেতে পারে । তখন উচ্চশিক্ষা আশীর্বাদ না হয়ে বিপদও হতে পারে। তাই আগে থেকেই জেনেশুনে ব্যাপক প্রস্তুতি নিয়ে অগ্রসর হওয়া ভালো।
জার্মানিতে খুব ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি নেই বলেলই চলে। তাই এখানে অনেক দেশ থেকে প্রচুর শিক্ষার্থী পড়তে আসেন। সেটা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইউরোপের অন্যান্য দেশ, মধ্যপ্রাচ্য আর এশিয়াতো আছেই। জার্মানির বিশ্ববিদ্যালয় গুলোতে পড়াশোনার পাশাপাশি অনেক শেখার সুযোগ আছে, সেটা পরবর্তী জীবনে কাজে লাগানো যায়। আর এজন্যই চীন, জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র এমনকি ইউরোপের অন্য দেশ থেকেও ছেলেমেয়েরা জার্মানিতে পড়তে আসে।
তবে জার্মানিতে শুধু কেবল উচ্চশিক্ষা মূল লক্ষ্য হলে শুধু ইংরেজি দিয়ে চালিয়ে নেওয়া যাবে। কিন্তু প্রফেশনাল চাকরি অসম্ভব। ভাষার দক্ষতা বি২ বা সি১ লাগে। আর এজন্যই সে দেশে যাওয়ার আগে জার্মান ভাষা শেখার কোর্সে ভর্তি হওয়া উচিত। এতে জার্মানি তে গিয়ে চাকুরি পাওয়া সহজ এবং তাড়াতাড়ি সে দেশের জীবনযাত্রার সাথে মিলিয়ে নেয়া সম্ভব।
জার্মানিকে বলা হয় ল্যান্ড অব টেকনোলজি। এখানে যাদের কম্পিউটার সায়েন্স, প্রোগ্রামিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ইচ্ছে আছে তাদের সম্ভাবনা খুব ভালো।
আমরা যাকে আমাদের দেশে বলি ডিপ্লোমা সেখানে বলা হয় আউসবিল্ডুং। জার্মান অনেক ছেলেমেয়ে আউসবিল্ডুং করে চাকরিতে যোগ দেয়। এদের অনেক লোক আইসবিন্ডুং করে যাদের উচ্চশিক্ষা বা গবেষণার মতো এত মেধা নেই। দেশে যেমন গবেষক লাগে তেমনি শ্রমিকও লাগে। শতভাগ গবেষক বা শ্রমিক দিয়ে দেশ চালানো যায় না। তাই ডিপ্লোমা পড়ারও সুযোগ আছে। এখানে এক বছর ফ্রিতে কোনো বাসায় বেবিসিটার বা বাচ্চা দেখাশোনা করে মেয়েদের নার্সিংয়ে ডিপ্লোমা পড়ার সুযোগ আছে।
শিক্ষার্থীরা কিছু সাবজেক্টে উচ্চশিক্ষার সুযোগ পেলেও কাজের সম্ভাবনা জার্মানিতে একেবারেই নেই, ভাষা না জানলে। যেমন সাংবাদিকতার কথা যদি বলি, খুব ভালো সুযোগ পড়াশোনার। কিন্তু সংবাদমাধ্যম হলো ভাষার খেলা, সেখানে ইংরেজি দিয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করা গেলেও চাকরি পাওয়ার ক্ষেত্র খুব সীমিত। একই রকম আর্কিটেক্ট বা সিভিল ইঞ্জিনিয়ারের বেলায়। ইংরেজি ও জিআরই দিয়ে যুক্তরাষ্ট্রে চাকরির সুযোগ পাওয়া গেলেও জার্মানিতে জার্মান লাগবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদেরও সারা দিন মেশিন নিয়ে বসে বসে শিখতে হয়।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefitমানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা খুব ভালো সুযোগ আছে। পরিবেশ নিয়ে পড়াশোনা করতে হলে ইউরোপের গবেষণা রিসার্চ এখনো বিশ্ব সেরা।
বিজনেসের ছেলেমেয়েদের ব্যাচেলর পড়ার সময় বাধ্যতামূলক ইন্টার্নশিপ করতে হয়। যাতে বাস্তবজীবনে প্রয়োগের দক্ষতা ও যোগ্যতা গড়ে ওঠে। কৃষি বিশ্ববিদ্যালয়ে গাছ নিয়ে মাঠে ল্যাবে এক্সপেরিমেন্ট চালাতে হয় হাতে কলমে শিক্ষার জন্য। ক্লাস, লাইব্রেরি, পড়াশোনা, পার্টটাইম কাজ—সব চলে একসাথে। এখানে টানা চার ঘণ্টা করে ক্লাস। দিনে আট ঘণ্টা বা তার বেশিও ক্লাস করতে হতে পারে। যদি পাশাপাশি ভাষা শেখা বা অন্য কোনো ক্লাস থাকে।
ব্যাচেলর পড়া চলাকালেই অনলাইনে জার্মানির চাকরির বাজার বা ইন্টার্নশিপের খোঁজ করে নিজেকে সেই মাপকাঠি বা যোগ্যতা অনুযায়ী প্রস্তুত করা যায় তাহলে জার্মানিতে ক্যারিয়ার গড়া সহজ।
শিক্ষার্থী ভিসার জন্য কিভাবে আবেদন করতে হবে
আপনাকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের একটি কোর্স গ্রহণ করতে হবে এবং নিবন্ধন ফি দিতে হবে। আপনি যদি একজন আন্তর্জাতিক ছাত্র হন তবে আপনাকে আপনার নিকটতম দূতাবাসের সাথে যোগাযোগ করতে হবে। দূতাবাস আপনাকে ছাত্র ভিসার প্রয়োজন কিনা তা নির্ধারণ করতে সহায়তা করবে এবং ভিসার আবেদন অনুসারে আপনাকে গাইড করবে।
জার্মানির জন্য ভিসা পাওয়ার পদ্ধতিটি আপনার ব্যবহৃত জার্মানির দূতাবাসের উপর নির্ভর করে। আপনাকে ভিসার আবেদনপত্র পূরণ করতে হবে এবং সমস্ত প্রয়োজনীয় নথি সহ একটি আবেদন ফি জমা দিতে হবে। আন্তর্জাতিক আবেদনকারীদের তাদের আবেদন করার জন্য তাদের দূতাবাসের সাথে অ্যাপয়েন্টমেন্ট করার প্রয়োজন হতে পারে।
ইউনিভার্সিটিতে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
• পূরণকৃত আবেদন ফর্ম।
• ইংরেজি ভাসার দক্ষতা প্রমানিকরন পত্র।
• একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।
• পার্সপোর্ট সাইজ ছবি।
• পার্সপোর্টের ফটোকপি।
• জন্মনিবন্ধনের সার্টিফিকেট।
ভিসার প্রয়োজনীয় কাগজপত্র
• একটি সম্পন্ন এবং স্বাক্ষরিত ভিসা আবেদন ফর্ম
• একটি পাসপোর্ট বা অনুরূপ ভ্রমণ নথি ১২ মাসের বেশি বৈধ।
• আপনার থাকার সময়কালের জন্য পর্যাপ্ত আর্থিক আয় বা সহায়তা আছে এমন প্রমাণ পত্র।
• একটি মেডিক্যাল প্রশংসাপত্র আপনাকে বলে যে জনসাধারণের স্বাস্থ্য বিপন্ন হতে পারে এমন কোনো রোগ বহন করে না (যেমন টিবি, বা অন্যান্য সংক্রামক রোগ)।
• ভাল আচরণের একটি পুলিশ সার্টিফিকেট।
• স্বীকৃত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের নিবন্ধীকরণের প্রমাণ পত্র।
• অ্যাকাডেমিক রেকর্ডের প্রত্যয়িত অনুলিপি।
• আপনার প্রাপ্ত সমস্ত সার্টিফিকেটের প্রত্যয়িত অনুলিপি।
মোটিভেশন লেটার অথবা প্রয়োজনীয় ডকুমেন্ট।
এসব বিষয় নিয়ে কাজ করছে দেশের অনেক পরামর্শক সংস্থা। এদের মধ্যে অন্যতম পরামর্শক সংস্থা প্রায়র সলিউশনস লিমিটেড (পিএসএল), ঠিকানাঃ ০৫, প্রবাল হাউজিং, মোহাম্মাদপুর, রিং রোড, ঢাকা। আপনিও চাইলে ফোন (০১৯১১৬৪০০৮৪) করে এ বিষয়ে বিস্তারিত তথ্য ও ফ্রীতে যোগ্যতা যাচাইয়ের সুযোগ টি গ্রহণ করতে পারেন।
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ
- এইচএসসি পরীক্ষা স্থগিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স- ইংলিশ, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ
- বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-বিজ্ঞপ্তি
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর
- খুবির ৬ষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর
- জবির সমাবর্তন ১১ জানুয়ারি
- জবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার শুরু ২০ ডিসেম্বর
- রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার
- অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ১৩ জানুয়ারি; মাস্টার্স রিলিজ স্লিপ আবেদন শুরু ১৯ ডিসেম্বর
- ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে টেলিকমিউনিকেশন দফতরের রচনা প্রতিযোগিতা
- ঢাকা পলিটেকনিকে জানুয়ারি-জুন’২০ সেশনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু
- জেএসসি-পিইসির ফল বছরের শেষ দিন
- ৪০তম বিসিএস: লিখিত পরীক্ষা ৪-৮ জানুয়ারি
- তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তী উৎসবের নিবন্ধন শেষ আজ
Submit Your Comments: