জার্মানিতে উচ্চশিক্ষা ফ্রি

প্রতীকী ছবি
জার্মানিতে উচ্চশিক্ষা এখন সবার জন্য বিনা খরচে।বাংলাদেশের প্রযুক্তি নিয়ে পড়াশুনা করার তরুণরা মাস্টার্সের জন্য জার্মানিকে বেছে নিতে পারেন। কারণ সুবর্ণ ক্যারিয়ার এবং বাংলাদেশে নিযুক্ত জার্মানি রাষ্ট্রদূতের আশ্বাস সেদিকেই ইঙ্গিত প্রদান করেন।
CSE, Programming, Electrical সহ বিভিন্ন প্রযুক্তি বিষক বিষয়ে পড়া শিক্ষিত তরুণরা প্রয়োজনীয় মানদন্ড পূরণ করেই জার্মানীতে বিশ্বের স্থান করা সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে পারেন। পড়াশুনা শেষে ১.৫ বছর ইর্ন্টানশিপের ব্যাবস্থা আছে জার্মানিতে। এছাড়াও ইউরোপের ২৭টি দেশে ভিসা ঝামেলা ছাড়া চাকুরী পাওয়ার সম্ভবনা আছে।
২৫শে জানুয়ারী বাংলাদেশে নিযূক্ত জার্মানির রাষ্ট্রদূত বলেছেন বাংলাদেশের ছাত্র-গবেশকদের জন্য ভিসা বাড়ানো হচ্ছে। জার্মানির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্স পড়ার সুযোগ রয়েছে।একজন ছাত্র হিসেবে জার্মান সরকার প্রদত্ত সকল সুবিধা ভোগ করতে পারা যায়।এতে জীবনযাত্রার ব্যয় অনেক কমে জায়।তাই বলা চলে আমেরিকা ও লন্ডনের ব্যয়বহুল পড়াশোনার চেয়ে বিনা খরচে উচ্চ শিক্ষা নিতে জার্মানির বিকল্প নেই।পড়াশুনা খরচ বিশ্ববিদ্যালয়গুলোতে সরকার প্রদত্ত তহবিল থেকেই পাওয়া জায়।এছাড়াও হোস্টেল খরচ খুবি কম ২৫০ ইউরো,খাবার খরচ ১০০ ইউরো । পার্ট টাইম চাকুরীর সুযোগ রয়েছে প্রতি সপ্তাহে ১০ ঘণ্টা করে, প্রতি ঘণ্টায় ১৪০ ইউরো করে আয়ের ব্যাবস্থা আছে। পরিবহন খরচ ছাত্রদের কে সরকার কর্তৃক প্রদত্ত সুবিধার উপর নির্ভর করে। প্রতি বছর স্বাস্থ্য বীমা ফি ৫ থেকে ৭,৫০০ টাকা ও ভিসা নবায়ন ফি ১২০ ইউরো।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefitজার্মানিতে সেশন শুরু হওয়ার কমপক্ষে ৩ মাস আগে আবেদন করতে হয়।৪২ দিনের মাঝেই ভিসা হওয়ার সম্ভাবনা থাকে যে কোন প্রকার ঝামেলা ছাড়াই। পড়াশোনা শেষ করে চাকুরীর জন্য আবেদন করতে পারেন জার্মানি সহ ইউরোপের ২৭ টি দেশে।জার্মানিতে মাস্টারস পড়তে গেলে সর্বোচ্চ ৬ বছর থাকার সুযোগ রয়েছে। এছাড়াও স্থায়ী বসবাসের সুযোগ দিচ্ছে দেশটি আবেদনের প্রেক্ষিতে।
অনার্সে নুন্যতম ৩.০০ থাকলেই আপনি আবেদন করতে পারেন। এছাড়াও IELTS এ নুন্যতম ৫.৫ থাকতে হবে এর সাথে আনুসাঙ্গিক হিসেবে প্রয়োজনীয় কিছু কাগজ পত্র লাগে যেমন মতিভেশন লেটার, চাকুরী অথবা শিক্ষকের রিকমান্ডেশন লেটার লাগে।
শিক্ষার্থী বান্ধব পরিবেশ, বিশাল চাকুরীর বাজারের সুযোগ নিতে প্রযুক্তি ভূমি জার্মানিতে চাইলেই আপনিও যেতে পারেন। এসব বিষয়ে কাজ করছে দেশের অন্যতম পরামর্শক সংখ্যা (পিএসএল) প্রায়র সলিউশানস লিমিটেড, ঠিকানাঃ ০৫, প্রবাল হাউজিং, মোহাম্মাদপুর, রিং রোড, ঢাকা। আপনিও চাইলে ফোন (০১৯১১৬৪০০৮৪) করে এ বিষয়ে বিস্তারিত তথ্য ও ফ্রীতে যোগ্যতা যাচাইয়ের সুযোগ টি গ্রহণ করতে পারেন।
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ
- এইচএসসি পরীক্ষা স্থগিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স- ইংলিশ, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ
- বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-বিজ্ঞপ্তি
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর
- খুবির ৬ষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর
- জবির সমাবর্তন ১১ জানুয়ারি
- জবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার শুরু ২০ ডিসেম্বর
- রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার
- অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ১৩ জানুয়ারি; মাস্টার্স রিলিজ স্লিপ আবেদন শুরু ১৯ ডিসেম্বর
- ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে টেলিকমিউনিকেশন দফতরের রচনা প্রতিযোগিতা
- ঢাকা পলিটেকনিকে জানুয়ারি-জুন’২০ সেশনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু
- জেএসসি-পিইসির ফল বছরের শেষ দিন
- ৪০তম বিসিএস: লিখিত পরীক্ষা ৪-৮ জানুয়ারি
- তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তী উৎসবের নিবন্ধন শেষ আজ
Submit Your Comments: