জিম্যাট কি এবং কেন করবেন!

প্রতিকী ছবি
বর্তমানে বিদেশে পোস্ট গ্র্যাজুয়েট করার ক্ষেত্রে শিক্ষার্থীদের অন্যতম পছন্দের তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ। সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রে পোস্টগ্র্যাজুয়েশন করার জন্য দুইটি প্রয়োজনীয় স্ট্যান্ডার্ড টেস্ট হচ্ছে জিআরই ও জিম্যাট।
সাধারণত বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও মানবিক ইত্যাদি বিষয়ে লাগে জিআরই স্কোর।
তবে আপনার পড়াশুনার মূল লক্ষ্য যদি হয় ব্যবসায় শিক্ষা বিভাগ তাহলে আপনার জন্য অবশ্য এবং একমাত্র স্ট্যান্ডার্ড টেস্ট জিম্যাট।
আজকে আমরা আলোচনা করবো জিম্যাটের প্রস্তুতি নিয়ে। আপনাকে আগে জানতে হবে আপনার ইংলিশ স্কিলস কেমন। যদি ভাল না হয় তাহলে জিম্যাটে ভাল করা সম্ভব না। যদি ইংলিশ স্কিলস ভাল না হয় তাহলে ৬ মাস প্রথমে ইংলিশ স্কিলস ভাল করতে হবে। এজন্য আপনি ওয়ার্ড পাওয়ার মেইড ইজি বা ওয়ার্ড স্মার্ট বইগুলো পড়ে ভাল ভোকাবুলারি আয়ত্বে আনতে হবে। সাথে সাথে ইংলিশ ফিকশান, নিউজপেপার, ম্যাগাজিন, জার্নাল এসব পড়তে হবে।
আপনার ইংলিশ স্কিলস যদি ইতিমধ্যেই ভাল থাকে অথবা ৫/৬ মাস চেষ্টা করার পর ভাল হয় তাহলে জিম্যাট প্রস্তুতি শুরু করে দেন। ইংলিশ ভাল না খারাপ সেটা বুঝার জন্য যেকোন ইংলিশ ডেইলির এডিটরিয়াল পেজে কলামগুলো পড়ে দেখুন। যদি আপনি ভাল বুঝতে পারেন আর খুব কম সংখ্যাক শব্দই আপনার অজানা থাকে তাহলে জিম্যাটে র জন্য আপনাকে মাথা ঘামাতে হবেনা। এটুকু ইংলিশ দিয়েই আপনি ভাল করবেন।
জিম্যাটের জন্য আপনার ৩/৪ মাস সময় লাগবে। যেসব বই দরকার হবে:
১. প্রিন্সটন রিভিউ ক্র্যাকিং দা জিম্যাট
২. কাপলান জিআরই/জিম্যাট ম্যাথ ওয়ার্কবুক।
৩. অফিসিয়াল গাইড ফর দা জিম্যাট, ১২তম সংস্করন।
প্রথমে আপনাকে শুরু করতে হবে প্রিন্সটন রিভিউ ক্র্যাকিং দা জিম্যাট
আর কাপলান জিআরই/জিম্যাট ম্যাথ ওয়ার্কবুক দিয়ে। প্রিন্সটন আপনাকে জিম্যাট কি, কিভাবে দিতে হবে, সব বেসিক ইনফরমেশান, ডাটা সাফিসিয়েন্সির বিশেষ টেকনিক, সব বিষয়ে স্ট্রাটেজির বিশেষ ধারণা দিবে। কাপলান ম্যাথ ওয়ার্কবুক আপনাকে জিম্যাটে র ম্যাথের সাথে ভালমতে পরিচয় করিয়ে দিবে। প্রিন্সটন বইটা আপনাকে ১০/১২ দিনের মধ্যে শেষ করতে হবে। প্রিন্সটন পড়া হলে আপনি পাওয়ারপ্রেপের ক্যাট-১ পরীক্ষাটা দিবেন। এতে যা স্কোর আসবে তার সাথে আপনি আরো ১৫০-২০০ স্কোর যোগ করতে পারবেন ফাইনাল জিম্যাটে যদি আমার দেওয়া সাজেশান ফলো করেন। পাওয়ার প্রস্তুতি -১ এ আপনার কয়টা ভুল হল, কি কি প্রবলেম ভুল হল, কোন সাইডে উইকনেস বেশি এসব বিষয় খেয়াল করতে হবে। পরবর্তীতে এসব বিষয়ের উপর একটু বেশি জোর দিতে হবে। এরপরে আপনি নেক্সট ১ মাস সাইফুর'স জিম্যাট সিরিজের সেন্টেন্স কারেকশান, ক্রিটিক্যাল রিজনিং, রিডিং কমপ্রিহেনশান আর ম্যাথ টেকনিক বইগুলা পড়তে থাকুন। নিয়মিত প্রতিদিন ৩/৪ ঘন্টা পড়ুন।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefit ১ মাসের মধ্যে আপনার স্কিলস অনেক বাড়বে। আপনি এগুলো শেষ হওয়ার পর পাওয়ার প্রস্তুতি ক্যাট-২ দিবেন। এতে দেখবেন আপনার স্কোর ক্যাট-১ থেকে অন্তত ১০০ বাড়বে। প্রথমটাতে ৪৫০ পেলে এটাতে ৫৫০+ পাওয়ার কথা।
এরপরে আপনার প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় শুরু হবে। আমরা ইতিমধ্যেই দেড় মাসের মত সময় ব্যয় করেছি। নেক্সট ১ মাস আপনি অফিসিয়াল গাইড পড়বেন। অফিসিয়াল গাইডকে বাইবেল অফ জিম্যাট বলা হয়। কারন অফিসিয়াল গাইড যদি ভালমতে বুঝেন, সব প্রশ্ন করেন, সব এক্সপ্লানেশান ভালমতে পড়েন তাহলে আপনি জিম্যাটে ভাল করবেন সেটা গ্যারান্টিড। অফিসিয়াল গাইডের সেনটেন্স কারেকশান ৩ বার, ক্রিটিকয়াল রিজনিং আর রিডিং কম্প্রিহেনশান ২ বার, ডাটা সাফিসিয়েন্সির শেষের ৭০ টা আর প্রবলেম সলভিংয়ের শেষের ১০০টা প্রশ্ন ২/৩ বার করতে হবে।
ডিটেল এক্সপ্লানেশান ভালমতে পড়তে হবে এবং নোট নিতে হবে। অফিসিয়াল গাইড ৩/৪ ভাগ শেষ হলে আপনি জিম্যাট প্রস্তুতি প্র্যাকটিস টেস্ট -১ দিবেন। আপনার আসল পরীক্ষা আর জিম্যাট প্রস্তুতি পরীক্ষা একদম একই। জিম্যাট প্রস্তুতি -এ আপনি যত পাবেন আসল পরীক্ষায় তার আশে পাশেই পাবেন। অফিসিয়াল গাইড সম্পূর্ণ শেষ হওয়ার পর আপনি জিম্যাট প্রস্তুতি-২ দিবেন। আপনার হাতে পরীক্ষার আগে আর ১৫/২০ দিন থাকার কথা। এসময়ে সাইফুর'স জিম্যাট ভারবাল আর
ম্যাথ টেস্টপেপারস পড়েন। প্রতিদিন ২টা করে প্রশ্ন সেটা সলভ করেন। এক্সপ্ল্যানেশান পড়তে থাকেন। আর জিম্যাট প্রস্তুতি ২টাই দেওয়া হয়ে যাওয়ার পর আনইনস্টল করে রিইনস্টল করেন আর বারবার দিতে থাকেন।
এভাবে প্রস্তুতি নিলে আপনি আপনার অপটিমাম স্কোর পাবেন এতে কোন সন্দেহ নেই। পরীক্ষার জন্য রেজিস্ট্রেশান করতে হয় অনলাইন। এমবিএ.কমে। পরীক্ষা যে কোন সময় দেওয়া যায়। ইন্টারনেটে জিম্যাট প্রস্তুতি নেওয়ার জন্য ভাল ফোরাম আছে।
তো পরিশেষে বলছি, জিম্যাটে ভাল করুন আর যুক্তরাষ্ট্রে ভাল বৃত্তি নিয়ে পড়ুন।
মার্কিন যুক্তরাষ্ট্রসহ আরো বিভিন্ন দেশে উচ্চ শিক্ষার বিস্তারিত তথ্য জানতে ও বিদেশে উচ্চ শিক্ষায় যেকোনো নির্দেশনা পেতে যোগাযোগ করুন প্রায়র সলিউশনস লিমিটেডে। ফোন: ০১৯০৬৮১৮২৮২ বা ০৯৬৬৬-৯১১৫২৮ নম্বরে। অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসুন। আমাদের অফিসের ঠিকানা: ০৫, প্রবাল হাউজিং, রিং রোড, মোহাম্মদপুর, ঢাকা। এছাড়া অ্যাসেসমেন্টের জন্য ক্লিক করুন এই লিংকে...
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ
- এইচএসসি পরীক্ষা স্থগিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স- ইংলিশ, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ
- বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-বিজ্ঞপ্তি
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর
- খুবির ৬ষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর
- জবির সমাবর্তন ১১ জানুয়ারি
- জবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার শুরু ২০ ডিসেম্বর
- রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার
- অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ১৩ জানুয়ারি; মাস্টার্স রিলিজ স্লিপ আবেদন শুরু ১৯ ডিসেম্বর
- ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে টেলিকমিউনিকেশন দফতরের রচনা প্রতিযোগিতা
- ঢাকা পলিটেকনিকে জানুয়ারি-জুন’২০ সেশনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু
- জেএসসি-পিইসির ফল বছরের শেষ দিন
- ৪০তম বিসিএস: লিখিত পরীক্ষা ৪-৮ জানুয়ারি
- তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তী উৎসবের নিবন্ধন শেষ আজ
Submit Your Comments: