৪৮ পেয়েও রসায়নে ফেল শিক্ষার্থীর !

শিক্ষার্থীর মার্কশীট
২০১৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নির্ধারিত ৩৩ মার্কসের বেশি পেয়েও ফেল করেছে এক ছাত্রী। বিজ্ঞান বিভাগের ওই ছাত্রীর নাম রেশমী আক্তার। চট্টগ্রামের গুলজার বেগম সিটি করপোরেশন মুসলিম গার্লস স্কুলের এ ছাত্রী রসায়নে ৪৮ নম্বর পেলেও তাকে ফেল দেয়া হয়েছে!
গত বৃহস্পতিবার (৪ মে) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনলাইনে নম্বরসহ প্রকাশিত ফলে এমন তথ্য দেখা যায়।
যদিও পাবলিক পরীক্ষার নির্দেশনা অনুযায়ী, ১০০ নম্বরের পরীক্ষায় ৩৩ পেলে যেকোনো পরীক্ষার্থী কৃতকার্য হিসেবে গণ্য হবে। সেখানে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের তত্ত্বাবধানে প্রকাশিত এসএসসির ফলে এ ছাত্রীকে ফেল দেখানো হয়েছে।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefitরেশমির বাবা সঞ্জয় পাল এ বিষয়ে বলেন, ‘আমার মেয়ের মনোবলই ভেঙে গেছে। তার সব পরীক্ষা ভালো হয়েছে। গতকাল দুপুরে রেজাল্ট পাওয়ার পর সে কান্নায় ভেঙে পড়ে। অনলাইনে তার ফলের কপি হাতে পাওয়ার পর দেখি, রসায়নে ৪৮ নম্বরের পাসে এফ (F) উল্লেখ রয়েছে।’
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বলেন, ‘এতে অবাক হওয়ার কিছু নেই। ব্যবহারিক, লিখিত ও নৈর্ব্যত্তিকে আলাদা পাস করতে হয়। সেখানে মোট ৩৩-এর হিসাব নয়। ওই শিক্ষার্থী হয় তো কোনো একটাতে ফেল করেছে তাই ফেল দেখাচ্ছে। স্পষ্ট নির্দেশনা আছে, অবশ্যই আলাদাভাবে ৩টিতেই পাস করতে হবে।’
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ
- এইচএসসি পরীক্ষা স্থগিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স- ইংলিশ, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ
- বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-বিজ্ঞপ্তি
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর
- খুবির ৬ষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর
- জবির সমাবর্তন ১১ জানুয়ারি
- জবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার শুরু ২০ ডিসেম্বর
- রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার
- অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ১৩ জানুয়ারি; মাস্টার্স রিলিজ স্লিপ আবেদন শুরু ১৯ ডিসেম্বর
- ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে টেলিকমিউনিকেশন দফতরের রচনা প্রতিযোগিতা
- ঢাকা পলিটেকনিকে জানুয়ারি-জুন’২০ সেশনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু
- জেএসসি-পিইসির ফল বছরের শেষ দিন
- ৪০তম বিসিএস: লিখিত পরীক্ষা ৪-৮ জানুয়ারি
- তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তী উৎসবের নিবন্ধন শেষ আজ
Submit Your Comments: