উন্নয়নশীল দেশের মযার্দায় উত্তরণে জাতিসংঘের সুপারিশ লাভে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ফাইল ফটো
বাংলাদেশ স্বল্পোন্নত (এলডিসি) দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের মযার্দায় উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান।
গতকাল (২৮ ফেব্রুয়ারি) রবিবার তিনি এক অভিনন্দন বার্তায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নিরন্তর পরিশ্রম, পরিকল্পনা ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ মাথাপিছু আয়, মানবসম্পদ ও অর্থনৈতিক ভঙ্গুরতার সূচকে লক্ষ্যমাত্রা পূরণ করে অনেক এগিয়ে গেছে। তাঁর এই দূরদর্শী নেতৃত্বের কারণে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের দ্বারপ্রান্তে ও মুজিব শতবর্ষে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মযার্দায় উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করেছে। যা সমগ্র জাতির জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। এছাড়া তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং উন্নয়নশীল দেশে উত্তরণে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এই মহতী ও গৌরবোজ্জ্বল অর্জনের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefitঅভিনন্দন বার্তায় উপাচার্য আরো উল্লেখ করেন যে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের যে চলমান গতিধারা অব্যাহত রয়েছে তার ফলে বাংলাদেশ ২০৪১ সালের আগেই একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। এছাড়া তিনি আরো আশাবাদ ব্যক্ত করে বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল দেশ বিনির্মাণে প্রকৌশলী সমাজসহ সকলে আত্মত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে একযোগে কাজ করবে।
তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেন।
More detail about
Dhaka University of Engineering and Technology
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ
- এইচএসসি পরীক্ষা স্থগিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স- ইংলিশ, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ
- বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-বিজ্ঞপ্তি
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর
- খুবির ৬ষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর
- জবির সমাবর্তন ১১ জানুয়ারি
- জবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার শুরু ২০ ডিসেম্বর
- রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার
- অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ১৩ জানুয়ারি; মাস্টার্স রিলিজ স্লিপ আবেদন শুরু ১৯ ডিসেম্বর
- ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে টেলিকমিউনিকেশন দফতরের রচনা প্রতিযোগিতা
- ঢাকা পলিটেকনিকে জানুয়ারি-জুন’২০ সেশনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু
- জেএসসি-পিইসির ফল বছরের শেষ দিন
- ৪০তম বিসিএস: লিখিত পরীক্ষা ৪-৮ জানুয়ারি
- তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তী উৎসবের নিবন্ধন শেষ আজ
Submit Your Comments: