• Study in USA with University of Minnesota
  • Abudharr Ghifari College | Online Admission
  • Alltender
  • call for advertisement
কানাডিয়ান ইউনিভার্সিটিতে উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. শেখ মামুন খালেদ এস ইউতে উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীদের প্রস্তুতিঃ অধ্যক্ষের ভূমিকা শীর্ষক আলোচনা সভা সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত উন্নয়নশীল দেশের মযার্দায় উত্তরণে জাতিসংঘের সুপারিশ লাভে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন ড্যাফোডিল ফাউন্ডেশনের আয়োজনে ‘জীবিকা চাঁদপুর-৩ প্রকল্প’ উদ্বোধন ঢাকা চেম্বার আয়োজিত ‘শিল্প-শিক্ষাখাতের সমন্বয়; নতুন সম্ভাবনার দিগন্ত’ শীর্ষক ওয়েবিনার মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়ার লক্ষ্যে গ্রিন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ওয়ার্কশপ কানাডিয়ান ইউনিভার্সিটির উদ্যোগে হচ্ছে আন্তর্জাতিক মিডিয়া প্ল্যাটফর্ম দ্বিতীয় দিনে চলচ্চিত্র ও ডিজিটাল মিডিয়া নিয়ে আন্তর্জাতিক সম্মেলন চলচ্চিত্র ও ডিজিটাল মিডিয়া নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন ২০২১ এর শুভ উদ্বোধন For Advertisement Call Us @ 09666 911 528 or 01911 640 084 শিক্ষা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা নিতে ও এডু আইকন ফোরামে যুক্ত হতে ক্লিক করুন Career Opportunity at Edu Icon: Apply Online চায়নায় স্নাতকোত্তর লেভেল এ সম্পূর্ণ বৃত্তিতে পড়াশুনা করতে যোগাযোগ করুন: ০১৬৮১-৩০০৪০০ | ০১৭১১১০৯ ভর্তি সংক্রান্ত আপডেট খবরাখবর এর নোটিফিকেশন পেতে ক্লিক করুন আবুজর গিফারী কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তির জন্য যোগাযোগ-০১৭১৯৪৮১৮১৮ All trademarks and logos are property of their respective owners. This site is not associated with any of the businesses listed, unless specifically noted.
  • PSL| Higher Study in India
Hajee Mohammad Danesh Science and Technology University
Dinajpur-6200
Phone: 0531-65429, 65429, 61355, , Fax: 0531-61311
, Visit Website
Admission Circular
First Year Honours, E Unit, Session: 2018-19
Admission Requirements

২০১৭ ও ২০১৮ সালের উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় পাশকৃত শিক্ষার্থীরা শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। ২০১৫ সালের পূর্বে মাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীরা আবেদনের অযোগ্য।

প্রার্থীকে বাংলাদেশের যেকোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদধাসা শিক্ষা বোর্ড/কারিগরী শিক্ষা বোর্ড থেকে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে ৫ এর স্কেলে প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.০ সহ মোট জিপিএ ৬.৫ থাকতে হবে। এগ্রিকালচার, ফিসারিজ ও ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ক্ষেত্রে চতুর্থ বিষয়ে ন্যুনতম ‘C’ গ্রেড থাকতে হবে। বিদেশী শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় সমতুল্য গ্রেড থাকতে হবে। উল্লেখ্য যে, শুধুমাত্র এ ইউনিটের মানবিক বিভাগে পাশকৃত ছাত্র-ছাত্রীদের জন্য মোট জিপিএ ৬.০ এবং প্রতিটির ক্ষেত্রে ন্যুনতম জিপিএ ২.৭৫ থাকতে হবে।

‘O’ এবং ‘A’ লেভেল পাশকৃত তদের জন ̈ ‘O’ লেভেলে পাঁচটি বিষয়ে গড়ে কমপক্ষে ‘B’ গ্রেড এবং ‘A’ লেভেলে পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান/ কৃষি বিজ্ঞানের মাধ্যমে তিনটি বিষয়ে গড়ে কমপক্ষে ‘C’ গ্রেড পেতে হবে। শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।

Account Benefit

Subjects Under E Unit
English,
Important Info
Start Date: 1st October, 2018
End Date: 31st October, 2018
Admission Test:
Helpline: 0531-61355
More Info: Click here
Know More About This Institute
Apply Procedure

ক) ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন ̈ আবেদন ফরম কেবলমাত্র অনলাইনে পূরণ করা যাবে এবং আবেদন ফি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের (DBBL) মোবাইল এর মাধ্যমে প্রদান করতে হবে।

খ) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল(হাবিপ্রবি) ওয়েবসাইটে (www.hstu.ac.bd/admission) গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে, যেখানে একটি মোবাইল নম্বরও প্রদান করতে হবে। সেই মোবাইল নম্বরটিতে বিভিন্ন তথ্য SMSএর মাধ্যমে প্রাথীকে সময়ে সময়ে জানানো হবে বিধায় শুধু মাত্র নিজ অথবা অতি নিকটতম কারো মোবাইল নম্বর প্রদান করা প্রয়োজন।

গ) আবেদন ফরমটি যথাযথভাবে পূরণ করে করলে তখনই প্রার্থীর জন্য একটি পিন (PIN) তৈরী হবে, যেটি তৎক্ষনাৎ প্রদত্ত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে। পিন (PIN) নম্বরটি গুরুত্বপূর্ণ বিধায় যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।

ঘ) GCE/O লেভেল, A লেভেল এবং DIBS এর আবেদনকারীকে মার্কসীট আপলোড করে পিন (PIN) সংগ্রহ করতে হবে।

ঙ) ডাচ-বাংলা ব্যাংকের (DBBL) মোবাইল ব্যাংকিং (রকেট) একাউন্ট বা এজেন্ট পয়েন্টের মাধমে হাবিপ্রবির Biller ID 373 নং এ আবেদন ফি বাবদ প্রতিটি ইউনিটের জন্য ৫০০/- (পাঁচশত) টাকা জমা দিতে হবে। উল্লেখ্য যে, Payment Syestem এ যখন Bill Number প্রদান করতে বলবে, তখন PIN টিকেই Bill Number হিসেবে ব্যবহার করতে হবে। Payment প্রদানের আরো বিস্তারিত নিয়মাবলী Flow Chart আকারে ওয়েবসাইটে(www.hstu.ac.bd/admission ) পাওয়া যাবে।

চ) Payment সম্পন্ন হওয়ার পর যে মোবাইল হতে টাকা পাঠানো হয়েছে, সেটিতে তৎক্ষণাৎ একটি SMS আসবে, যার মধে ̈Transaction ID ওউ উল্লেখ থাকবে। এই Transaction ID টিও সংরক্ষণ করতে হবে। Payment প্রদানে কোন সমস্যা হলে তা সমাধানের জন্য Transaction ID টির প্রয়োজন হবে।

ছ) অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর পাসপোর্ট সাইজের ছবির স্ক্যান কপি বা সফট কপি (JPG ফরমেট) আপলোড করে দিতে হবে।

ভর্তি পরীক্ষার ফি: প্রত্যেক ইউনিটের জন্য ৫০০/- টাকা।

Special Notes

প্রবেশপত্র ডাউনলোড: আগামী ০৮/১১/২০১৮ তারিখ থেকে ০৯/১২/২০১৮ তারিখের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ( www.hstu.ac.bd/admission) থেকে প্রবেশপত্র ডাউনলোড করে A4 সাইজের অফসেট কাগজে প্রিন্ট করে ভর্তি পরীক্ষার দিন সাথে করে নিয়ে আসতে হবে। উল্লেখ্য যে, প্রবেশপত্র ব্যতীত কোনভাবে পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া হবে না।

Important Dates
Application Start
Application End
Submission Start
Submission End
  • call for advertisement
  • ADDRESSBAZAR | YELLOW PAGE
  • call for advertisement
  • call for advertisement
  • call for advertisement
  • call for advertisement
  • call for advertisement