• Study in USA with University of Minnesota
  • Abudharr Ghifari College | Online Admission
  • Alltender
  • call for advertisement
কানাডিয়ান ইউনিভার্সিটিতে উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. শেখ মামুন খালেদ এস ইউতে উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীদের প্রস্তুতিঃ অধ্যক্ষের ভূমিকা শীর্ষক আলোচনা সভা সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত উন্নয়নশীল দেশের মযার্দায় উত্তরণে জাতিসংঘের সুপারিশ লাভে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন ড্যাফোডিল ফাউন্ডেশনের আয়োজনে ‘জীবিকা চাঁদপুর-৩ প্রকল্প’ উদ্বোধন ঢাকা চেম্বার আয়োজিত ‘শিল্প-শিক্ষাখাতের সমন্বয়; নতুন সম্ভাবনার দিগন্ত’ শীর্ষক ওয়েবিনার মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়ার লক্ষ্যে গ্রিন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ওয়ার্কশপ কানাডিয়ান ইউনিভার্সিটির উদ্যোগে হচ্ছে আন্তর্জাতিক মিডিয়া প্ল্যাটফর্ম দ্বিতীয় দিনে চলচ্চিত্র ও ডিজিটাল মিডিয়া নিয়ে আন্তর্জাতিক সম্মেলন চলচ্চিত্র ও ডিজিটাল মিডিয়া নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন ২০২১ এর শুভ উদ্বোধন For Advertisement Call Us @ 09666 911 528 or 01911 640 084 শিক্ষা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা নিতে ও এডু আইকন ফোরামে যুক্ত হতে ক্লিক করুন Career Opportunity at Edu Icon: Apply Online চায়নায় স্নাতকোত্তর লেভেল এ সম্পূর্ণ বৃত্তিতে পড়াশুনা করতে যোগাযোগ করুন: ০১৬৮১-৩০০৪০০ | ০১৭১১১০৯ ভর্তি সংক্রান্ত আপডেট খবরাখবর এর নোটিফিকেশন পেতে ক্লিক করুন আবুজর গিফারী কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তির জন্য যোগাযোগ-০১৭১৯৪৮১৮১৮ All trademarks and logos are property of their respective owners. This site is not associated with any of the businesses listed, unless specifically noted.
  • PSL| Higher Study in India
Shahjalal University of Science and Technology
Kumer Gaon, Sylhet-3114
Phone: 0821-713491, 714479, 713850, 717850, 716123, , Fax: 0821-715257
, Visit Website
Admission Circular
First Year Honours, B3 Unit, Session: 2015-2016
Admission Requirements

২০১৩/২০১৪ সনে অনুষ্ঠিত এইচ.এস.সি(সাধারণ/কারিগরি)/আলিম/ডিপ্লোমা-ইন কমার্স/সমমান এবং ২০১১/২০১২ সনে অনুষ্ঠিত এস.এস.সি (সাধারণ ও কারিগরি)/দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে। উল্লেখ্য, ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের ২০০৯/২০১০ সনে অনুষ্ঠিত এস.এস.সি. বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যে সকল ছাত্র ছাত্রী বিজ্ঞান শাখা থেকে এইচ.এস.সি বা সমমান পরীক্ষা পাশ করেছে তারা A ও B উভয় ইউনিটেই এবং অন্যেরা শুধু A ইউনিটে আবেদন করতে পারবে।

A ইউনিটে আবেদন করার জন্যে এইচ.এস.সি/সমমান ও এস.এস.সি./সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম GPA 3.00 সহ মোট 6.50 থাকতে হবে।

শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।

Account Benefit
B ইউনিটে আবেদন করার জন্যে এইচ.এস.সি/সমমান ও এস.এস.সি./সমমান উভয় পরীক্ষাতে ন্যূনতম GPA 3.00 সহ মোট 7.00 থাকতে হবে।

জি.সি.ই. O লেভেলে কমপক্ষে ৩টি বিষয়ে B গ্রেডসহ ৫টি বিষয়ে পাশ এবং জি.সি.ই. A লেভেলে কমপক্ষে ২টি বিষয়ে B গ্রেডসহ ৩টি বিষয়ে পাশ থাকতে হবে।

বিষয়গত যোগ্যতা: একটি নির্দিষ্ট বিভাগে ভর্তি হওয়ার জন্যে সংশ্লিষ্ট বিষয়ে এইচ.এস.সি. বা সমমানের পরীক্ষায় ন্যূনতম GPA 3.50 কিংবা জি.সি.ই. A লেভেলে ন্যূনতম B গ্রেড থাকতে হবে।

Subjects Under B3 Unit
Architecture,
Important Info
Start Date: 13th October, 2015
End Date: 30th October, 2015
Admission Test: 14th November, 2015
Helpline: 01555-555001-4
More Info: Click here
Know More About This Institute
Apply Procedure

ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া:
যদি কোনো ছাত্র/ছাত্রী A ও B উভয় ইউনিটেই পরীক্ষা দিতে চায় তাহলে উভয় ইউনিটের জন্য পৃথক পৃথকভাবে আবেদন করতে হবে। সাব-ইউনিটগুলো এমনভাবে সাজানো হয়েছে যে, কোনো একটি সাব-ইউনিটে আবেদন করলে ঐ ইউনিটের অন্য সাব-ইউনিটে আবেদন করা যাবে না।

আবেদন করার জন্যে একটি প্রিপেইড টেলিটক মোবাইল ফোন থেকে বিশ্ববিদ্যালয়ের নাম (SUST), এইচ.এস.সি./সমমান পরীক্ষার বোর্ডের নাম, পরীক্ষার রোল নম্বর, পাশের সন এবং এসএসসি/সমমান পরীক্ষার বোর্ডের নাম, রোল নম্বর, পাশের সন এবং সাব-ইউনিটের কি-ওয়ার্ড (A1,B1,B2,B3,B4) লিখে ১৬২২২ নম্বরে SMS করতে হবে।

বিভিন্ন পরীক্ষার বোর্ডের নামের কোড নিম্নলিখিতভাবে লিখতে হবে: বরিশাল (BAR), চট্টগ্রাম (CHI), কুমিল্লা (COM), ঢাকা (DHA), দিনাজপুর (DIN), যশোর (JES), মাদরাসা (MAD), রাজশাহী (RAJ), সিলেট (SYL), ভোকেশনাল (VOC), ডিপ্লোমা-ইন বিজনেস স্টাডিজ (DIB), ডিপ্লোমা- ইন কমার্স (DIC), ডিপ্লোমা-ইন-বিজনেস ম্যানেজমেন্ট (DBM)
উদাহরণ: SUSTSYL< space >123456< space >2015< space >SYL< space >654321< space >2013< space >A1 । এখানে 123456 এবং 654321 যথাক্রমে এইচএসসি এবং এসএসসি পরীক্ষার রোল নম্বর।

কোটায় আবেদন করতে সাব ইউনিটের পরে কোটা কোড(FFQ-মুক্তিযোদ্ধার সন্তান,EIQ ক্ষুদ্র-নৃ গোষ্ঠী, DIQ-প্রতিবন্ধী WAQ-পোষ্য)উল্লেখ করতে হবে।
উদাহরণ: SUST< space >SYL< space >123456< space >2015< space >SYL< space >654321< space >2013< space >A1< space >FFQ । এ-পর্যায়ে ফিরতি SMS অনুসরণ করে প্রার্থীদের যোগাযোগের নম্বর (নিজস্ব বা অভিভাবকের) দিতে হবে।
উদাহরণ: SUST< space >YES< space >PIN< space >01xxxxxxxxx

শিক্ষাবোর্ড থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্য হলে তার মোবাইল ফোন থেকে নির্ধারিত ফি কেটে নিয়ে তাকে ভর্তি পরীক্ষার রোল নম্বর, প্রবেশপত্র জন্য USER ID এবং PASSWORD জানিয়ে দেওয়া হবে।

জি.সি.ই.O/A Level এবং ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং এ উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের তথ্য শিক্ষাবোর্ডের ডাটাবেজে নেই বলে তাদেরকে প্রথমে www.sust.edu/admission ওয়েবসাইটে নিজের তথ্য জানিয়ে একটি কোড নম্বর সংগ্রহ করতে হবে। অতঃপর তাদেরকে বোর্ডের নামের জায়গায় WEB লিখে প্রিপেইড টেলিটক মোবাইল ফোন থেকে SUST, WEB, কোড নম্বর, এইচ.এস.সি সমমান পরীক্ষার পাশের সন এবং ইউনিটের কি-ওয়ার্ড লিখে 16222 নম্বরে SMS করতে হবে।
উদাহরণ ১: SUSTWEB1234562015A1
উদাহরণ ২(কোটার ক্ষেত্রে): SUSTWEB1234562015A1FFQ

যে-কোনো মোবাইল ফোন থেকে SUST লিখে নিন্মলিখিত কি-ওয়ার্ডগুলো 16242 নম্বরে SMS করে ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য জানতে পারবে: DATE, FEES, EXAM SUB, REQD GPA, TOTAL SEAT, FORGOT ROLL এবং HELP

B2 ইউনিট ভর্তি আবেদন ফি ৮০০/-।

Special Notes

প্রবেশপত্রের জন্য sust.teletalk.com.bdওয়েব সাইটে গিয়ে সংশি-ষ্ট ইউনিটের User ID এবং Password ব্যবহার করে প্রবেশপত্র প্রিন্ট অপশন থেকে আবেদনকারীকে ০২ (দুই) কপি প্রবেশপত্র সাদা A4 সাইজ কাগজে প্রিন্ট নিতে হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগের দিন পর্যন্ত প্রবেশ পত্র প্রিন্ট করা যাবে। কেউ যদি উভয় ইউনিটে আবেদন করে, সেক্ষেত্রে প্রতিটি ইউনিটের জন্য একই নিয়মে আলাদাভাবে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। User ID এবং Password হারিয়ে গেলে sust<>Help<> এইচ.এস.সি/সমমান শিক্ষাবোর্ডের নামের কোড এইচ.এস.সি/সমমান পরীক্ষার রোল নম্বর এইচ.এস.সি/সমমান পরীক্ষার পাশের সন লিখে ১৬২২২ নম্বরে SMS করতে হবে।

উদাহরণ: SUST<>HELP<>SYL<>123456<>2015 GCE ও DIE এর আবেদনকারী সংশিষ্ট মার্কশীটগুলো (statement of Results), সনদপত্র সমূহ এবং কোটায় আবেদনের ক্ষেত্রে সংশিষ্ট সনদপত্রের কপি ৩১ অক্টোবর ২০১৫ তারিখের মধ্যে admission@sust.edu-তে পাঠাতে হবে। এ ক্ষেত্রে ই-মেইল এর Subject -এ ভর্তি পরীক্ষার ইউনিট এবং রোল নম্বর লিখতে হবে। ভর্তি পরীক্ষার দিনে আবেদনকারীর করণীয়:

প্রত্যেক ইউনিটের জন্য ছাত্র/ছাত্রীদের সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ও ০২ (দুই) কপি প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।

Important Dates
Application Start
Application End
Submission Start
Submission End
Admission Test
Exam Time 2:30 PM
  • call for advertisement
  • ADDRESSBAZAR | YELLOW PAGE
  • call for advertisement
  • call for advertisement
  • call for advertisement
  • call for advertisement
  • call for advertisement