জাতির পিতার প্রতি যেকোনো ধরনের অবমাননা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে : ডুয়েট উপাচার্য
ডুয়েট মানববন্ধনের একাংশ
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর যেকোনো ধরনের অবমাননা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। আজকের এই বাংলাদেশে আমরা প্রত্যেকে যে সম্মানজনক অবস্থানে আসতে পেরেছি তা বঙ্গবন্ধুর ত্যাগের কারণে। মুক্তিযুদ্ধে যেসব কুলাঙ্গাররা বিরোধিতা করেছে তারাই বিভিন্ন সময় বাংলাদেশের উপর আক্রমণের চেষ্টা করছে। তিনি এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহবান জানান।
কুষ্টিয়ায় নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন ও কর্মচারী সমিতির যৌথ উদ্যোগে গতকাল (১৩ ডিসেম্বর, রবিবার) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে উপাচার্য এ কথা বলেন।
এ মানববন্ধনে বক্তৃতাকালে উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান আরো বলেন, জাতির পিতার উপর আক্রমণ মানে বাংলাদেশের উপর আক্রমণ। তিনি সরকারের প্রতি অনুরোধ করে বলেন যে, এই ন্যাক্কারজনক ঘটনায় দায়ীদের বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ডুয়েট পরিবারের এ ধরনের মানববন্ধন আয়োজন এবং সকলের অংশগ্রহণের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefitডুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য দেন ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. কামাল হোসেন, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শামসুদ্দিন, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. মঞ্জুর মোর্শেদ। বক্তারা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
More detail about
Dhaka University of Engineering and Technology
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ
- এইচএসসি পরীক্ষা স্থগিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স- ইংলিশ, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ
- বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-বিজ্ঞপ্তি
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর
- খুবির ৬ষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর
- জবির সমাবর্তন ১১ জানুয়ারি
- জবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার শুরু ২০ ডিসেম্বর
- রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার
- অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ১৩ জানুয়ারি; মাস্টার্স রিলিজ স্লিপ আবেদন শুরু ১৯ ডিসেম্বর
- ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে টেলিকমিউনিকেশন দফতরের রচনা প্রতিযোগিতা
- ঢাকা পলিটেকনিকে জানুয়ারি-জুন’২০ সেশনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু
- জেএসসি-পিইসির ফল বছরের শেষ দিন
- ৪০তম বিসিএস: লিখিত পরীক্ষা ৪-৮ জানুয়ারি
- তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তী উৎসবের নিবন্ধন শেষ আজ
Submit Your Comments: