শাবিপ্রবি আবাসিক হলের শিক্ষার্থীদের ডোপ টেস্ট করা হবে

শাবিপ্রবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রতিটি আবাসিক হলের শিক্ষার্থীদের ডোপ টেস্ট করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। গতকাল সোমবার (০৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
উপাচার্য বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স জারি করেছি। এ বিশ্ববিদ্যালয়ে মাদকসেবীদের কোনো জায়গা নেই। যাদের বিরুদ্ধে মাদকের অভিযোগ পাওয়া যাবে এবং মাদকের সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, মাদকাসক্ত শিক্ষার্থীদের সবসময় নজরদারিতে রাখা হবে। তারা যাতে এখানে বসে গাঁজা, ইয়াবা, বিভিন্ন মাদকদ্রব্য সেবন ও ব্যবসা করতে না পারে। কেউ যেন মাদকদ্রব্য সরবরাহ করতে না পারে সেদিকেও আমরা সতর্ক থাকবো।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefitউপাচার্য বলেন, মাদকাসক্ত শিক্ষার্থীদের অভিভাবকের সঙ্গে আমরা যোগাযোগ করবো। তাদের অনুমতি সাপেক্ষে শিক্ষার্থীদের কাউন্সেলিং করা হবে। এর জন্য যা যা করা প্রয়োজন বিশ্ববিদ্যালয় প্রশাসন করবে। আমরা চাই প্রত্যেক শিক্ষার্থী সুস্থ জীবন যাপন করে স্বাভাবিক জীবন ফিরে আসুক।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, সেন্টার অব এক্সিলেন্স এর পরিচালক অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আ ফ ম জাকারিয়া, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. সামিউল ইসলাম প্রমুখ।
More detail about
Shahjalal University of Science and Technology
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ
- এইচএসসি পরীক্ষা স্থগিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স- ইংলিশ, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ
- বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-বিজ্ঞপ্তি
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর
- খুবির ৬ষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর
- জবির সমাবর্তন ১১ জানুয়ারি
- জবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার শুরু ২০ ডিসেম্বর
- রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার
- অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ১৩ জানুয়ারি; মাস্টার্স রিলিজ স্লিপ আবেদন শুরু ১৯ ডিসেম্বর
- ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে টেলিকমিউনিকেশন দফতরের রচনা প্রতিযোগিতা
- ঢাকা পলিটেকনিকে জানুয়ারি-জুন’২০ সেশনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু
- জেএসসি-পিইসির ফল বছরের শেষ দিন
- ৪০তম বিসিএস: লিখিত পরীক্ষা ৪-৮ জানুয়ারি
- তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তী উৎসবের নিবন্ধন শেষ আজ
Submit Your Comments: