এক বছর বন্ধ নার্স নিবন্ধন পরীক্ষা

মানববন্ধনে শিক্ষার্থীরা
এক বছর ধরে বন্ধ রয়েছে নার্সদের নিবন্ধন পরীক্ষা। এ কারণে ডিপ্লোমা ও বিএসসি নার্সিং পরীক্ষায় কৃতকার্য হয়েও নার্স হিসেবে স্বীকৃতি পাচ্ছেন না আট হাজারেরও বেশি শিক্ষার্থী। তাই পরীক্ষা বন্ধ রাখার প্রতিবাদে এবং দ্রুত নিবন্ধন প্রদানের দাবিতে মানববন্ধন করেছে নার্সিং শিক্ষার্থীরা।
গতকাল শনিবার (১২ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে তারা। নিবন্ধন পরীক্ষা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ মানববন্ধনের আয়োজন করে। কর্মসূচি থেকে দ্রুত দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়। তা না হলে আরও বড় ধরনের কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারি দেয়া হয়।
পরিষদ নেতারা বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানগুলোর করা একটি রিটের কারণে নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। অথচ স্বাস্থ্য মন্ত্রণালয়ের রুল অব বিজনেস অ্যালোকেশন অনুসরণ না করে আইন-বিধান ভঙ্গ করে কারিগরি বোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের নিবন্ধনের দাবি অযৌক্তিক। কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যদি নিবন্ধন প্রদান করা হয়, তাহলে নার্সিং শিক্ষা নীতিমালা বাস্তবায়নে সংকট সৃষ্টি হবে। হাসপাতালে সেবার মান ধ্বংস হবে ও বহির্বিশ্বে নার্সদের মান-মর্যাদা প্রশ্নবিদ্ধ হবে। নার্সিং শিক্ষা ও সার্ভিস প্রশাসনের সব ক্ষেত্রে নানাবিধ জটিলতা সৃষ্টি হবে এবং উন্নয়নমুখী এ পেশাটি হবে মারাত্মক ক্ষতিগ্রস্ত।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefitসংগ্রাম পরিষদের সভাপতি আবিদা সুলতানা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে ডিপ্লোমা স্টুডেন্ট ভর্তির ক্ষেত্রে এইচএসসিতে সায়েন্স ব্যাকগ্রাউন্ড, জিপিএ, বয়স, সেশন, জেলা ও পুরুষ-মহিলা কোটা বিবেচনা করলেও কারিগরি শিক্ষা বোর্ডের ক্ষেত্রে কোনটাই মানা হয় না।
প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নার্সিং স্টুডেন্ট ভর্তির ব্যবস্থা থাকলেও কারিগরিতে তা নেই। নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধিভুক্ত সব নার্সিং প্রতিষ্ঠান শিক্ষার্থীদের প্রথম বর্ষ থেকে হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস বাধ্যতামূলক হলেও কারিগরি বোর্ডের ক্ষেত্রে তা নেই। মানববন্ধনে লাইসেন্স পরীক্ষা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. মামুন হোসেন বলেন, জরুরি ভিত্তিতে এ বিষয়ে সৃষ্ট জটিলতা নিরসন পূর্বক নিবন্ধন প্রদানের ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ
- এইচএসসি পরীক্ষা স্থগিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স- ইংলিশ, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ
- বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-বিজ্ঞপ্তি
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর
- খুবির ৬ষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর
- জবির সমাবর্তন ১১ জানুয়ারি
- জবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার শুরু ২০ ডিসেম্বর
- রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার
- অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ১৩ জানুয়ারি; মাস্টার্স রিলিজ স্লিপ আবেদন শুরু ১৯ ডিসেম্বর
- ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে টেলিকমিউনিকেশন দফতরের রচনা প্রতিযোগিতা
- ঢাকা পলিটেকনিকে জানুয়ারি-জুন’২০ সেশনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু
- জেএসসি-পিইসির ফল বছরের শেষ দিন
- ৪০তম বিসিএস: লিখিত পরীক্ষা ৪-৮ জানুয়ারি
- তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তী উৎসবের নিবন্ধন শেষ আজ
Submit Your Comments: