কলেজছাত্রীর শ্লীলতাহানি: মমেক শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত; দুই গার্ড বরখাস্ত

প্রতিকী ছবি
সব দাবি মেনে নেওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করা হয়েছে। তৃতীয় বর্ষের এক ছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদে শিক্ষার্থীদের এ ক্লাস-পরীক্ষা বর্জন চলছিল। এ ঘটনায় ফরিদ ও সেলিম নামে দুই গার্ডকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ প্রিন্সিপাল অধ্যাপক ডা. আনোয়ার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, মমেক প্রশাসন তাৎক্ষণিকভাবে বেশ কিছু দাবি মেনে নেওয়ায় এবং সব দাবি পূরণের আশ্বাস দেওয়ায় শনিবার (১৮ মে) পর্যন্ত আন্দোলন স্থগিত করা হয়েছে। শনিবার পুনরায় এসব বিষয় নিয়ে আলোচনা হবে।
গত বুধবার (১৫ মে) সন্ধ্যায় কলেজছাত্রীকে শ্লীলতাহানির ঘটনার জন্য সাময়িক বরখাস্ত দুই গার্ড ফরিদ ও সেলিমকে দায়ী করেন কলেজ প্রিন্সিপাল। তিনি জানান, এখন থেকে বিকেল ৪টার পর কলেজ গেট বন্ধ থাকবে। ছাত্রী হোস্টেলের গেটে সার্বক্ষণিক পুলিশের সদস্য থাকবে। একই সঙ্গে আনসার সদস্যও থাকবে।
নার্সিং ও ছাত্রী হোস্টেলের মাঝের গেটও বন্ধ থাকবে। যাতে বহিরাগত কেউ সরাসরি এখানে না আসতে পারে। পাশাপাশি ছাত্রীকে শ্লীলতাহানি করা বহিরাগতকে খুঁজে বের করতে দায়িত্ব নিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের প্রায় সব দাবিই পূরণ করা হয়েছে। বাকি দাবিগুলোও পর্যায়ক্রমে পূরণ করা হবে।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefitকলেজ-হোস্টেলের সমস্যা সমাধানে মনিটরিং সেল করার কথা জানিয়ে কলেজ প্রিন্সিপাল জানান, আর যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য আমরা মনিটরিং সেল গঠন করছি। এ মনিটরিং সেলে কলেজ প্রশাসন, শিক্ষক ছাত্র, হাসপাতাল ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধি থাকবে। এ সেল প্রতি মাসে একবার সভা করবে।
এর আগে কলেজ ক্যাম্পাসের ভেতরে বুধবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইফতার কিনে ফেরার পথে এক ছাত্রীকে একা পেয়ে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা চালায় এক বখাটে। ছাত্রীর চিৎকারে সে চম্পট দেয়।
পরে বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। বৃহস্পতিবার (১৬ মে) সকাল থেকে কলেজের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামে।
More detail about
Mymensingh Medical College
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ
- এইচএসসি পরীক্ষা স্থগিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স- ইংলিশ, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ
- বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-বিজ্ঞপ্তি
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর
- খুবির ৬ষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর
- জবির সমাবর্তন ১১ জানুয়ারি
- জবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার শুরু ২০ ডিসেম্বর
- রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার
- অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ১৩ জানুয়ারি; মাস্টার্স রিলিজ স্লিপ আবেদন শুরু ১৯ ডিসেম্বর
- ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে টেলিকমিউনিকেশন দফতরের রচনা প্রতিযোগিতা
- ঢাকা পলিটেকনিকে জানুয়ারি-জুন’২০ সেশনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু
- জেএসসি-পিইসির ফল বছরের শেষ দিন
- ৪০তম বিসিএস: লিখিত পরীক্ষা ৪-৮ জানুয়ারি
- তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তী উৎসবের নিবন্ধন শেষ আজ
Submit Your Comments: