সমৃদ্ধ দেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: দীপু মনি

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। মন্ত্রী বলেন, দেশকে সমৃদ্ধশালী করতে কর্মক্ষেত্রে নারীদের সমান গুরুত্ব ও নিরাপত্তা জোরদার করতে হবে। নারী-পুরুষ সমান তালে এগিয়ে গেলে দেশকে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়া সম্ভব।
গতকাল রবিবার (৭ এপ্রিল) রাজধানীর ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘চাকরি মেলা-২০১৯’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমেই দেশে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতা অর্জনের বিকল্প নেই। দক্ষতা অর্জনের মধ্য দিয়ে দেশের জনগোষ্ঠীকে মানবসম্পদে পরিণত করার ক্ষেত্রে কারিগরি শিক্ষাই হতে পারে উত্তম হাতিয়ার।
শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি শিক্ষার মানউন্নয়নে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হবে। নতুন করে আরও পলিটেকনিক ইনস্টিটিউটের সংখ্যা বৃদ্ধি করা হবে।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefitনারী ডিপ্লোমা প্রকৌশলীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, শুধু চাকরিপ্রার্থী হলেই হবে না, যথার্থ জ্ঞান ও যোগ্যতা দিয়ে উদ্যোক্তা হতে হবে। কারিগরি শিক্ষার ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে এ খাতে নারীদের বিদ্যমান কোটা ২০ শতাংশে উন্নীত করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের চাকরি মেলা আয়োজনের ফলে চাকরিপ্রার্থী এবং চাকরিদাতাদের মধ্যে যোগসূত্র স্থাপিত হয়, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে।
কারিগরি অধিদফতরের মহাপরিচালক রওনক মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর প্রমুখ।
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ
- এইচএসসি পরীক্ষা স্থগিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স- ইংলিশ, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ
- বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-বিজ্ঞপ্তি
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর
- খুবির ৬ষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর
- জবির সমাবর্তন ১১ জানুয়ারি
- জবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার শুরু ২০ ডিসেম্বর
- রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার
- অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ১৩ জানুয়ারি; মাস্টার্স রিলিজ স্লিপ আবেদন শুরু ১৯ ডিসেম্বর
- ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে টেলিকমিউনিকেশন দফতরের রচনা প্রতিযোগিতা
- ঢাকা পলিটেকনিকে জানুয়ারি-জুন’২০ সেশনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু
- জেএসসি-পিইসির ফল বছরের শেষ দিন
- ৪০তম বিসিএস: লিখিত পরীক্ষা ৪-৮ জানুয়ারি
- তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তী উৎসবের নিবন্ধন শেষ আজ
Submit Your Comments: