সম্মানী ভাতার দাবিতে মানিকগঞ্জ নার্সিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ
কোর্সকালীন ১১ মাসের সম্মানী ভাতার দাবিতে আন্দোলন করেছে মানিকগঞ্জের নার্সিং কলেজের শিক্ষার্থীরা। গতকাল বুধবার (১১ এপ্রিল) সকাল ১০টা থেকে দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন ও হাসপাতালের ডিউটি বন্ধ করে আন্দোলন শুরু করে তারা।
নার্সিং কলেজ ক্যাম্পাস ও মানিকগঞ্জ সদর হাসপাতালের সামনে বিক্ষোভ করে জেলা প্রশাসক কার্যালয়ে দিকে যেতে চাইলে হাসপাতালের গেটে পুলিশের বাধার মুখে পরে। জেলা প্রশাসক কার্যালয়ে না যেতে, পরে ক্যাম্পাসের ভেতরই বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
নার্সিং কলেজের শিক্ষার্থীরা জানান, তাদের কোর্স চলাকালীন প্রতিমাসে প্রথম বর্ষের জন্য এক হাজার ৭শ, দ্বিতীয় বর্ষের জন্য এক হাজার ৮শ এবং তৃতীয় বর্ষের জন্য এক হাজার ৯শ টাকা সম্মানী ভাতা পাওয়ার কথা। কিন্তু ডিপ্লোমা ইন মিডওয়াইফারী ৩ ব্যাচের ৭৫ শিক্ষার্থীদের প্রায় ১১ মাস ধরে সম্মানী ভাতা দেওয়া হচ্ছে না। গত ৬ মাস আগেও সম্মানী ভাতা দেওয়া কথা থাকলেও কর্তৃপক্ষ দেই-দিচ্ছি করে ঘুরাচ্ছেন।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefitশিক্ষার্থীরা আরও জানান, ২ মাসের সম্মানী ভাতার জন্য তাদের কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়েছে ৫ মাস আগে। সম্মানী টাকা চাইলে অধ্যক্ষ একবার বলেন, পিন কোড ভুল হয়ছে। আবার বলেন, ভুলে ৫ লাখ টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা অ্যাকাউন্টে জমা হয়েছে। আবার কখনও বলেন, নেটের সমস্যা বলে সম্মানী দিচ্ছে না।
সবশেষ গত শনিবার (৭ এপ্রিল) টাকা দেবার কথা দিয়েও সম্মানী না দেওয়াতে তারা আন্দোলনে নেমেছেন বলেও জানান তারা।
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ
- এইচএসসি পরীক্ষা স্থগিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স- ইংলিশ, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ
- বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-বিজ্ঞপ্তি
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর
- খুবির ৬ষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর
- জবির সমাবর্তন ১১ জানুয়ারি
- জবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার শুরু ২০ ডিসেম্বর
- রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার
- অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ১৩ জানুয়ারি; মাস্টার্স রিলিজ স্লিপ আবেদন শুরু ১৯ ডিসেম্বর
- ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে টেলিকমিউনিকেশন দফতরের রচনা প্রতিযোগিতা
- ঢাকা পলিটেকনিকে জানুয়ারি-জুন’২০ সেশনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু
- জেএসসি-পিইসির ফল বছরের শেষ দিন
- ৪০তম বিসিএস: লিখিত পরীক্ষা ৪-৮ জানুয়ারি
- তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তী উৎসবের নিবন্ধন শেষ আজ
Submit Your Comments: