পরীক্ষা কেন্দ্রে বেশি সময় থাকায় ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুর

চাঁদপুর
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চাঁদপুর ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুর করেছে পরীক্ষার্থীরা। গতকাল শনিবার (০৭ এপ্রিল) এইচএসসি পরীক্ষার ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষা শেষে শিক্ষার্থীরা এ ঘটনা ঘটায়।
পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকারী সদর উপজেলা এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাস জানান, শনিবার পরীক্ষা শুরুর এক ঘন্টা পর থেকে সদর উপজেলার ফরাক্কাবাদ পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন তিনি। কেন্দ্রে দীর্ঘক্ষণ অবস্থান করায় পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে কলেজের সামনে থাকা তার গাড়িটিতে ইট-পাটকেল নিক্ষেপ করে গাড়ির সামনে ও পেছনের সব কাঁচ ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে
এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চাঁদপুর থেকে আগত অতিরিক্ত পুলিশ। এর পরপর ঘটনাস্থলে পৌছান চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান সাংবাদিকদের জানান, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুরের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ক্ষতিগ্রস্ত গাড়ির ব্যয়ভার কলেজ কর্তৃপক্ষ বহন করার আশ্বাস দিয়েছে। এই কেন্দ্রে ৩৫১ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefitতিনি জানান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমার নেতৃত্বে গঠিত কমিটির অপর সদস্যরা হলেন সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান ও চাঁদপুর সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক কামরুল হাসান। আগামী তিন কার্য দিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষা কেন্দ্রের হল সুপার মো. কামরুল ইসলাম বলেন, পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে ম্যাজিস্ট্রেটের কাছে আমি সহযোগিতা চাই। তিনি উপস্পথিত থাকায় পরীক্ষার হল শৃঙ্খল ও সুন্দর ছিল। শিক্ষার্থীরা অনৈতিক সুবিধা আদায় করতে ব্যর্থ হওয়ায় এই হামলা চালায়।
ফরক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মো. হাসান খান জানান, পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে স্থানীয় বহিরাগত কয়েকজনের উস্কানিতে শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে গাড়ি ভাংচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। ঘটনার সাথে জড়িতের চিহ্নিত করার চেষ্টা চলছে।
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ
- এইচএসসি পরীক্ষা স্থগিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স- ইংলিশ, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ
- বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-বিজ্ঞপ্তি
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর
- খুবির ৬ষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর
- জবির সমাবর্তন ১১ জানুয়ারি
- জবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার শুরু ২০ ডিসেম্বর
- রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার
- অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ১৩ জানুয়ারি; মাস্টার্স রিলিজ স্লিপ আবেদন শুরু ১৯ ডিসেম্বর
- ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে টেলিকমিউনিকেশন দফতরের রচনা প্রতিযোগিতা
- ঢাকা পলিটেকনিকে জানুয়ারি-জুন’২০ সেশনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু
- জেএসসি-পিইসির ফল বছরের শেষ দিন
- ৪০তম বিসিএস: লিখিত পরীক্ষা ৪-৮ জানুয়ারি
- তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তী উৎসবের নিবন্ধন শেষ আজ
Submit Your Comments: