ইউল্যাব ফেয়ার প্লে কাপ শুরু

ইউল্যাব
প্রতিবারের ন্যায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে সৌহার্দ্য সৃষ্টির লক্ষ্য নিয়ে শুরু হয়েছে ইউল্যাব ফেয়ার প্লে কাপ ক্রিকেট টুর্নামেন্টের ১১তম আসর। আজ বৃহস্পতিবার (১৫ মার্চ) ইউল্যাবের নিজস্ব মাঠে টুর্নামেন্টটি শুরু হয়।
আগের মতো এই বছর প্রতিযোগিতায় অংশ নিয়েছে ১২টি বিশ্ববিদ্যালয়। এবার খেলা ১২ বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, ইউরোপিয়ান ইউনিভাসির্টি অব বাংলাদেশ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, উত্তরা ইউনিভাসির্টি ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
১২টি ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করে সেরা আটটি দল খেলবে সুপার এইটে। সুপার এইটে বিজয়ী চারটি দল সেমিফাইনাল খেলবে। সেমিফাইনালে বিজয়ী দুই দল আগামী ২৯ মার্চ ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefitবৃহস্পতিবার (১৫ মার্চ) সকাল উদ্বোধনী দিনে মুখোমুখি হয়েছে ইউল্যাব ও গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে সকাল ১১টায়।
এ বছর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ৪০ হাজার টাকা। একই সঙ্গে রেড বুল ক্যাম্পাস ক্রিকেটের ওয়ার্ল্ড ফাইনাল টুর্নামেন্টেও অংশগ্রহণের সুযোগ পাবে। এছাড়া প্রতি ম্যাচে থাকছে ম্যাচ সেরার পুরস্কার। টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান ও বোলারের জন্য থাকছে আলাদা পুরস্কার।
ইউল্যাব ফেয়ার প্লে ক্রিকেটের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন। এছাড়া ফেয়ার প্লে কাপের বিভিন্ন খেলার স্কোর জানতে ভিজিট করা যাবে এই ওয়েবসাইটে http://cricket.ulab.edu.bd ।
উল্লেখ্য, ইউল্যাব ২০০৬ সাল থেকে এ টুর্নামেন্ট আয়োজন করে আসছে। এখন পর্যন্ত পাঁচবার শিরোপা জিতেছে ইউল্যাব। গত বছর শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত রেড বুল ক্যাম্পাস ক্রিকেটেও রানার্সআপ হয়েছে তারা। এতে মোট চারবার অংশগ্রহণ করা ইউল্যাবের এটাই ছিল সর্বোচ্চ সাফল্য।
More detail about
University of Liberal Arts Bangladesh
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ
- এইচএসসি পরীক্ষা স্থগিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স- ইংলিশ, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ
- বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-বিজ্ঞপ্তি
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর
- খুবির ৬ষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর
- জবির সমাবর্তন ১১ জানুয়ারি
- জবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার শুরু ২০ ডিসেম্বর
- রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার
- অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ১৩ জানুয়ারি; মাস্টার্স রিলিজ স্লিপ আবেদন শুরু ১৯ ডিসেম্বর
- ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে টেলিকমিউনিকেশন দফতরের রচনা প্রতিযোগিতা
- ঢাকা পলিটেকনিকে জানুয়ারি-জুন’২০ সেশনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু
- জেএসসি-পিইসির ফল বছরের শেষ দিন
- ৪০তম বিসিএস: লিখিত পরীক্ষা ৪-৮ জানুয়ারি
- তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তী উৎসবের নিবন্ধন শেষ আজ
Submit Your Comments: