২০১৮-১৯ শিক্ষাবর্ষে সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে ভর্তি কার্যক্রম শুরু

সাউথ এশিয়ান ইউনিভার্সিটি
সার্কভুক্ত আটটি দেশের সরকারের সমন্বিত সহযোগিতায় স্থাপিত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ‘সাউথ এশিয়ান ইউনিভার্সিটি’-তে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন বিষয়ে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।
২০০৫ সালে ১৩তম সার্ক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সার্ক সদস্য দেশের শিক্ষার্থীদেরকে বিশ্বমানের শিক্ষা ও গবেষণার সুযোগ করে দেয়ার লক্ষ্যে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব পেশ করেন। ১৪তম সার্ক সম্মেলনে সার্ক দেশগুলোর মধ্যে আন্ত:সরকারি চুক্তি স্বাক্ষরিত হওয়ার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এর শ্লোগান নির্ধারিত হয় ‘সীমানাহীন জ্ঞান’।
২০১০ সালের আগস্ট মাসে ইকোনমিক্স আর কম্পিউটার সাইন্স, এই দুই বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যাত্রা শুরু করে। এখন পর্যন্ত বায়োটেকনোলজি, কম্পিউটার এপ্লিকেশনস, ডেভেলপমেন্ট ইকোনমিকস, আইন, সমাজবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক মোট ৮ বিষয়ে মাস্টার্স অ্যান্ড পিএইচডি প্রোগ্রাম চালু করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের নির্মাণ কাজ এখনো শেষ না হওয়ায় দিল্লীর চানক্যপুরীতে অবস্থিত আকবর ভবনে অস্থায়ী ক্যাম্পাস পরিচালনা করা হচ্ছে।
সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে ভর্তির জন্য বাংলাদেশী শিক্ষার্থীরা ভর্তির সময় শেষ হওয়ার পূর্বেই নির্ধারিত ফি ১০ ইউএস ডলার বা ৮০০ বাংলাদেশি টাকা দিয়ে ভর্তি পরীক্ষার ফরম পূরণ করে নির্দিষ্ট তারিখে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অনলাইনেও ভর্তি ফরম পূরণ করা যাবে।
ভর্তি পরীক্ষা একই দিনে ৮টি সার্ক দেশে লোকাল টাইম অনুযায়ী একই প্রশ্নের মাধ্যমে নেয়া হয়। বাংলাদেশে পরীক্ষা সেন্টার দুটি। একটি ঢাকার শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, অপরটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রতিটি দেশ থেকে বিষয় অনুযায়ী চান্স প্রাপ্তদের এবং অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়।
ভর্তি ফি ১০ ডলার অনলাইনে ক্রেডিট কার্ডের মাধ্যমে অথবা ব্যাংক ড্রাফট করে পাঠাতে পারেন এবং পরীক্ষার জন্য নির্দিষ্ট দিনে পরীক্ষা শুরু হওয়ার পূর্ব মূহুর্তে পরীক্ষা কেন্দ্রে ও ফি পরিশোধ করা যায়।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefitকর্তৃপক্ষ দুই ক্যাটাগরিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেয়। সামাজিক বিজ্ঞান এর বিষয় সমূহের (সমাজবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি, আইন) জন্য ৩/৪ বছরের অনার্স ডিগ্রিতে ৫০% মার্কস। অর্থাৎ সিজিপিএ ২.৫০ আর বিজ্ঞান এর বিষয় সমূহের (ম্যাথ, কম্পিউটার সাইন্স, কম্পিউটার অ্যাপ্লিশন, বায়োটেক) ক্ষেত্রে ৫৫% মার্কস। অর্থাৎ সিজিপিএ ২.৬০ থাকলে আপনি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বিবেচিত হবেন।
মাস্টার্স কোর্সে প্রতিটা বিভাগে আসন সংখ্যা মাত্র ৩০; কারণ বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত অস্থায়ী ক্যাম্পাস থেকে পরিচালিত হচ্ছে। স্থায়ী ক্যাম্পাস তৈরি সম্পন্ন হলে বাড়ানো হবে আসন সংখ্যা। এই ৩০ আসনের মধ্যে ১৫টি আবার শুধুমাত্র ভারতের জন্য বরাদ্দ।
ভর্তি পরীক্ষা পদ্ধতি: মোট ১০০ মার্কস এর উপর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সময় ৩ ঘণ্টা। ১০০ মার্কস ভাগ করা থাকে ২ ভাগে প্রথম ভাগে থাকে ৫০ মার্কসের নৈর্ব্যক্তিক। এখানে ২৫-২৫ করে দুটি আলাদা ভাগ থাকবে।
সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে সব থেকে বড় বৃত্তি হচ্ছে ‘প্রেসিডেন্ট স্কলারশীপ’। এই বৃত্তির আওতায় রয়েছে ভর্তি ফি ১১ হাজার ভারতীয় রুপির অর্ধেক ফেরত দেয়া, ভারতে যাতায়াত খরচ, ব্যক্তিগত খরচ। এই স্কলারশিপ প্রাপ্তদের (মাস্টার্স) সুবিধাসমূহ হলো, পড়ার কোন খরচ নেই, হোস্টেলে থাকা ফ্রি ও খরচের জন্য প্রতি মাসে ৭ হাজার রুপি যা বাংলাদেশি টাকায় প্রায় ৯০০০ দেওয়া হয়।
পিএইচডি’র জন্য মনোনিত শিক্ষার্থীকে প্রতিমাসে হাত খরচের জন্য ২৫০০০ রুপি যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৪০০০ সাথে ফুল ফ্রি টিউশন ও হোস্টেল ফ্রি।
২০১৮-১৯ শিক্ষাবর্ষে সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে ভর্তির আবেদনের শেষ সময়: ২০ মার্চ, ২০১৮। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৫ এপ্রিল, ২০১৮।
বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
More detail about
South Asian University
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ
- এইচএসসি পরীক্ষা স্থগিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স- ইংলিশ, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ
- বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-বিজ্ঞপ্তি
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর
- খুবির ৬ষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর
- জবির সমাবর্তন ১১ জানুয়ারি
- জবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার শুরু ২০ ডিসেম্বর
- রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার
- অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ১৩ জানুয়ারি; মাস্টার্স রিলিজ স্লিপ আবেদন শুরু ১৯ ডিসেম্বর
- ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে টেলিকমিউনিকেশন দফতরের রচনা প্রতিযোগিতা
- ঢাকা পলিটেকনিকে জানুয়ারি-জুন’২০ সেশনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু
- জেএসসি-পিইসির ফল বছরের শেষ দিন
- ৪০তম বিসিএস: লিখিত পরীক্ষা ৪-৮ জানুয়ারি
- তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তী উৎসবের নিবন্ধন শেষ আজ
Submit Your Comments: