ডেন্টাল পরীক্ষায় মোবাইল সাথে রাখতে পারবে না পরীক্ষকরা

প্রতিকী ছবি
সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (১০ নভেম্বর)। এ বছর ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষায় পরীক্ষকরাও মোবাইল ফোন সাথে রাখতে পারবে না বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রনালয়। কোনো অবস্থাতেই মোবাইল ফোন সাথে নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে পারবে না পরীক্ষকরা।
পরীক্ষকরা তাদের নিজস্ব মোবাইল ফোন সাইলেন্ট করে কেন্দ্রের একটি নির্দিষ্ট স্থানে রাখতে পারবেন এবং বিশেষ প্রয়োজনে মোবাইলে কথা বলে আসতে পারবেন।
প্রসঙ্গত, আগামী শুক্রবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় চলতি ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে বিডিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা ডেন্টাল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজসহ মোট ৫টি কেন্দ্রের নয়টি ভেন্যুর ২৮৬টি কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর সরকারি ৯টি ডেন্টাল কলেজ ও ইউনিটে ৫২৫ ও ২৫টি বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে ১ হাজার ৩৮৫ সহ মোট ১ হাজার ৯১৭টি আসনের বিপরীতে ২২ হাজার ৫০৯ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবে।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefitসরকারি ৯টি ডেন্টাল কলেজ ও ইউনিটে ৫২৫ ও ২৫টি বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে ১ হাজার ৩৮৫ সহ মোট ১ হাজার ৯১৭টি আসনের বিপরীতে ২২ হাজার ৫০৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, এমবিবিএসের মত ডেন্টাল পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এমবিবিএসের মতো প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন, প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছানো, কেন্দ্র থেকে উত্তরপত্র ঢাকা আনা ও প্রশ্নপত্র মূল্যায়নসহ সার্বিক কার্যক্রমে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ
- এইচএসসি পরীক্ষা স্থগিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স- ইংলিশ, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ
- বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-বিজ্ঞপ্তি
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর
- খুবির ৬ষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর
- জবির সমাবর্তন ১১ জানুয়ারি
- জবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার শুরু ২০ ডিসেম্বর
- রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার
- অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ১৩ জানুয়ারি; মাস্টার্স রিলিজ স্লিপ আবেদন শুরু ১৯ ডিসেম্বর
- ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে টেলিকমিউনিকেশন দফতরের রচনা প্রতিযোগিতা
- ঢাকা পলিটেকনিকে জানুয়ারি-জুন’২০ সেশনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু
- জেএসসি-পিইসির ফল বছরের শেষ দিন
- ৪০তম বিসিএস: লিখিত পরীক্ষা ৪-৮ জানুয়ারি
- তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তী উৎসবের নিবন্ধন শেষ আজ
Submit Your Comments: