চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা হোক এমআইএসটিতে

মিরপুর ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকন
কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে ক্যারিয়ার গড়তে চাইলে আপনাকে পড়তে হবে কারিগরি শিক্ষা ইন্সটিটিউটগুলোতে। দেশে সরকারি এবং বেসরকারি বিপুলসংখ্যক বেসরকারি কারিগরি শিক্ষা ইন্সটিটিউট রয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসব প্রতিষ্ঠান চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো পরিচালনা করে থাকে। দেশের প্রায় প্রতিটি জেলায় সরকারি কারিগরি শিক্ষা ইন্সটিটিউট রয়েছে। এছাড়াও প্রত্যেক জেলাতেই বেসরকারি কারিগরি শিক্ষা ইন্সটিটিউট রয়েছে।
মিরপুর ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলোজি (এমআইএসটি) ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার কোর্সে পড়াশুনার জন্য একটি অত্যাধুনিক বেসরকারি কারিগরি শিক্ষা ইনস্টিটিউট।
এমএএনএস এডুকেশন ফাউন্ডেশন কতৃক পরিচালিত এমআইএসটি’র ১৮ বছরের সাফল্যের ধারাবাহিকতায় প্রতি বছর ডিপ্লোমা ডিগ্রিধারী শিক্ষার্থীরা চাকরি ক্ষেত্রে দেশের খ্যাতনামা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে যোগদান করছেন। বিশেষ করে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা ও এর উপযোগিতা সময়ের সঙ্গে পরিবর্তিত হওয়ার ফলে সেই পরিস্থতির সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে হচ্ছে শিক্ষার্থীদের। অর্থনীতির আকার দিন দিন প্রসারিত হচ্ছে। সে সঙ্গে যোগাযোগ বাড়ছে বহির্বিশ্বের সঙ্গে। তথ্যপ্রযুক্তির এই যুগে নিজেকে অন্যের কাছে তুলে ধরা বা যেকোনো নতুন সুযোগকে কাজে লাগাতে তথ্যপ্রযুক্তির শিক্ষার্থীরাই বরাবর সব ক্ষেত্রে এগিয়ে থাকে।
দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত এমআইএসটিতে রয়েছে বিভিন্ন ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স;
কোর্সগুলো হলো-
• ডিপ্লোমা-ইন-সিভিল ইঞ্জিনিয়ারিং
• ডিপ্লোমা-ইন-কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
• ডিপ্লোমা-ইন-ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
• ডিপ্লোমা-ইন-মেরিন ইঞ্জিনিয়ারিং
• ডিপ্লোমা-ইন-অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং
• ডিপ্লোমা-ইন-আরএসি ইঞ্জিনিয়ারিং
• ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
• ডিপ্লোমা-ইন-মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
• ডিপ্লোমা-ইন-গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং
ডিপ্লেমা ইন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের মেয়াদ ও ভর্তির যোগ্যতা:
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ৪ বছর মেয়াদি ৮ সেমিষ্টারে সম্পন্ন হয়, প্রতি সেমিষ্টার ৬ মাস অন্তর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সাফল্যের সঙ্গে সম্পন্ন করার পর শিক্ষার্থীগণ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং সনদপত্র লাভ করে।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefitডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির ন্যূনতম যোগ্যতা এসএসসি/ সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.০০ পেয়ে পাশ করতে হবে। ২০০৯ থেকে ২০১৯ সালে এসএসসি ও সমমানের শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে।
অফিস চলাকালিন সময়ে ভর্তির আবেদনপত্র, তথ্যবিবরণী ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র প্রতিষ্ঠান হতে সংগ্রহ করতে হবে। ভর্তির আবেদনপত্র বোর্ড নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। নির্বাচিত প্রার্থীদের এসএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র/ ট্রান্সক্রিপ্ট ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ বোর্ড কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে হবে।
এমআইএসটিতে চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং করতে শিক্ষার্থীদের ভর্তিতে খরচ হবে প্রায় ৫৭০০ টাকা। শিক্ষার্থীদের প্রতিমাসে ৮০০ টাকা হারে চার বছরে ৩৮৪০০ টাকা প্রদান করবে ওয়ার্ল্ড ব্যাংক। এছাড়া এমআইএসটিতে শিক্ষার্থীদের জন্য ফ্রি ইন্টারনেট ব্যবস্থা, মাল্টিমিডিয়া ক্লাস রুম রয়েছে। শিক্ষার্থীদের দক্ষতার প্রশিক্ষণ বৃদ্ধির জন্য প্রতিমাসে ইন্ডাস্ট্রিয়াল ট্যুর দেয়া হয়।
এমআইএসটির পরিচালনা পরিষদ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপকবৃন্দ এবং বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সমন্বয়ে সজ্জিত অত্যন্ত সুগঠিত। এমআইএসটিতে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত বিষয়ভিত্তিক গবেষণাগার। এছাড়া রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত সমৃদ্ধ গ্রন্থাগার এবং সুসজ্জিত ক্লাসরুম। রয়েছে সব শিক্ষার্থীদের জন্য কম্পিউটার এবং ইন্টারনেট সুবিধা। আরো রয়েছে সার্বক্ষণিক ডাক্তারের ব্যবস্থা।
বর্তমানে ২০১৯-২০ শিক্ষাবর্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন কম্পিউটার, মেরিন, ইলেক্ট্রিক্যাল, সিভিল, অটোমোবাইল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি চলছে।
বিস্তারিত তথ্য এমআইএসটির ওয়েবসাইট (www.mistbd.com) অথবা মিরপুর ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলোজি, বাড়ী # ৩৪, জামাল ম্যানশন, ৩য় তলা, মিরপুর-১০ থেকে জানা যাবে।
More detail about
Mirpur Institute of Science & Technology
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ
- এইচএসসি পরীক্ষা স্থগিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স- ইংলিশ, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ
- বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-বিজ্ঞপ্তি
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর
- খুবির ৬ষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর
- জবির সমাবর্তন ১১ জানুয়ারি
- জবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার শুরু ২০ ডিসেম্বর
- রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার
- অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ১৩ জানুয়ারি; মাস্টার্স রিলিজ স্লিপ আবেদন শুরু ১৯ ডিসেম্বর
- ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে টেলিকমিউনিকেশন দফতরের রচনা প্রতিযোগিতা
- ঢাকা পলিটেকনিকে জানুয়ারি-জুন’২০ সেশনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু
- জেএসসি-পিইসির ফল বছরের শেষ দিন
- ৪০তম বিসিএস: লিখিত পরীক্ষা ৪-৮ জানুয়ারি
- তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তী উৎসবের নিবন্ধন শেষ আজ
Submit Your Comments: