সম্পূর্ণ ফ্রি টিউশন ফি-তে চায়নায় স্নাতকোত্তর করার সুযোগ !
আমেরিকার এর পরে চায়না হচ্ছে পৃথিবীর বৃহত্তম অর্থনীতির দেশ। পৃথিবীর বড় বড় ৫০০ এর চেয়ে বেশী প্রতিষ্ঠান এখন চায়না তে ব্যবসা করছে। বাংলাদেশের সর্ববৃহৎ প্রকল্প পদ্মা সেতু দায়িত্বে আছে চায়না এর সবচেয়ে বড় দুটি কোম্পানি।
বর্তমান যুগে সারা বিশ্বের বিভিন্ন দেশে থেকে চায়না তে পড়ার আগ্রহ অনেক বেড়ে গেছে। চায়নাতে রয়েছে সম্পূর্ণ বৃত্তিতে স্নাতক, স্নাতকোত্তর, ইঞ্জিনিয়ারিং , এবং এমবিবিএস এ পড়ার সুযোগ।
কেন চায়নায় পড়াশুনা করবেন:
• অন্যান্য দেশের তুলনায় চায়নাতে তে রয়েছে স্নাতোকোত্তরে সম্পূর্ণ বৃত্তির সুযোগ।
• সমাজ তান্ত্রিক দেশ হওয়ার কারনে সরকারী/পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ।
• চায়নাতে প্রচুর পরিমানে চাকরির সুযোগ রয়েছে।
• সরাসরি ইংরেজী মাধ্যমে পড়ার সুযোগ।
• স্কলারশীপে পৃথিবীর র্যাকিং সেরা বিশ্ববিদ্যালয়ে ইংরেজী এবং বিবিএ পড়ার সুযোগ আছে।
• বাংলাদেশ প্রাইভেট মেডিকেলের থেকে অনেক কম খরচে এমবিবিএস পড়ার সুযোগ।
• চীনে কোন ব্যাংক স্পন্সর বা আইইএলটিএস এর প্রয়োজন হয় না।
চায়নার টপ র্যাংকিং বিশ্ববিদ্যালয় গুলো: বিশ্বে অন্যতম অবস্থান তৈরি করা বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ রয়েছে চায়নাতে। যা আপনাকে দেবে সম্পূর্ণ ফ্রি টিউশন ফিতে পড়ার সুযোগ।
সম্পূর্ণ বৃত্তিতে পড়ার সুযোগ পাওয়া সরকারি বিশ্ববিদ্যালয় গুলো হচ্ছে-
• Peking University
• University of Science and Technology of China
• Nanjing University
• Fudan University
• Zhejiang University of Science and Technology
• Xi an Jiaotong-Liverpool University
• Jiangsu University
• Dalian University of Technology
• Harbin Institute of Technology China
• Sichuan University
• Zhejiang University of Technology
• Harbin Engineering University
• Xiamen University of Technology
• Shenyang University
• Northeastern University
• Northwestern Polytechnical University
• Renmin University of China
• Wuhan University
• Tianjin University
• Harbin Engineering University
• Wuhan University of Technology
• Changsha Science & Technology University
• Jiangxi Normal University
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefitযা যা প্রয়োজন:
চায়নাতে পড়াশুনার জন্য আপনার যে জিনিসগুলো থাকা জরুরী তা হচ্ছে;
• শিক্ষা জীবনের সকলসনদপত্রের মূল কপি
• পূর্ব শিক্ষা প্রতিষ্ঠানের না পূর্ব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ্যের সুপারিশ পত্র (০২ কপি)
• পূর্ণ জীবনবৃত্তান্ত
• আপনার অভিপ্রায়ের চিঠি (৮০০ শব্দের মধ্যে)
• আন্তর্জাতিক পাসপোর্ট
• পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি
• স্বাস্থ্য পরীক্ষা বা মেডিকেল রিপোর্ট
উপরিক্ত তথ্য গুলো সম্পূর্ণ সঠিক ভাবে দিতে পারলে আপনার চায়নায় বৃত্তি পাওয়া খুব সহজ হয়ে যাবে।
যে বিষয়গুলো সবসময় লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে ইন্টারভিউ তে কোন প্রকার নার্ভাসনেস থাকলে চলবে না, চাই আত্মবিশ্বাস ও পূর্ব প্রস্তুতি এটা যে কোন পরীক্ষায় সফলতা এনে দেবে এতে কোনো সন্দেহ নাই । সাধারনতঃ প্রশ্ন হতে পারে- আপনার নাম কি, কোথা হতে এসেছেন?, কোন প্রতিষ্ঠান এ ভর্তি হবেন , কেন হবেন? দেশে এত ইউনিভার্সিটি রেখে বিদেশে পড়াশোনা করতে যাবেন কেন? লেখাপড়া শেষ করে কি করবেন , কোথায় থাকবেন? ইংরেজি বিষয় কি অধ্যয়ন করেছেন ইত্যাদি।
বাংলাদেশ থেকে চায়নায় স্নাতকোত্তর লেভেল এ সম্পূর্ণ বৃত্তিতে পড়াশুনা করার সুযোগ সৃষ্টি করেছে ইউনিভার্স ইমিগ্রেশন এন্ড এডুকেশন এবরোড। স্নাতক ও স্নাতকোত্তর লেভেলে আবেদন করার শেষ তারিখ যথাক্রমে ০৭ এপ্রিল ও ১৫ এপ্রিল। চায়নায় সম্পূর্ন বৃত্তিতে পড়াশুনা করতে যোগাযোগ করুন ঢাকায় অবস্থিত ইউনিভার্স ইমিগ্রেশন এন্ড এডুকেশন এবরোড-এ, ফোন: ০১৬৮১-৩০০৪০০, ০১৭১১১০৯৩১৫
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ
- এইচএসসি পরীক্ষা স্থগিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স- ইংলিশ, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ
- বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-বিজ্ঞপ্তি
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর
- খুবির ৬ষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর
- জবির সমাবর্তন ১১ জানুয়ারি
- জবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার শুরু ২০ ডিসেম্বর
- রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার
- অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ১৩ জানুয়ারি; মাস্টার্স রিলিজ স্লিপ আবেদন শুরু ১৯ ডিসেম্বর
- ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে টেলিকমিউনিকেশন দফতরের রচনা প্রতিযোগিতা
- ঢাকা পলিটেকনিকে জানুয়ারি-জুন’২০ সেশনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু
- জেএসসি-পিইসির ফল বছরের শেষ দিন
- ৪০তম বিসিএস: লিখিত পরীক্ষা ৪-৮ জানুয়ারি
- তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তী উৎসবের নিবন্ধন শেষ আজ
Submit Your Comments: