• call for advertisement
  • call for advertisement
  • call for advertisement
  • call for advertisement
কানাডিয়ান ইউনিভার্সিটিতে উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. শেখ মামুন খালেদ এস ইউতে উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীদের প্রস্তুতিঃ অধ্যক্ষের ভূমিকা শীর্ষক আলোচনা সভা সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত উন্নয়নশীল দেশের মযার্দায় উত্তরণে জাতিসংঘের সুপারিশ লাভে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন ড্যাফোডিল ফাউন্ডেশনের আয়োজনে ‘জীবিকা চাঁদপুর-৩ প্রকল্প’ উদ্বোধন ঢাকা চেম্বার আয়োজিত ‘শিল্প-শিক্ষাখাতের সমন্বয়; নতুন সম্ভাবনার দিগন্ত’ শীর্ষক ওয়েবিনার মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়ার লক্ষ্যে গ্রিন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ওয়ার্কশপ কানাডিয়ান ইউনিভার্সিটির উদ্যোগে হচ্ছে আন্তর্জাতিক মিডিয়া প্ল্যাটফর্ম দ্বিতীয় দিনে চলচ্চিত্র ও ডিজিটাল মিডিয়া নিয়ে আন্তর্জাতিক সম্মেলন চলচ্চিত্র ও ডিজিটাল মিডিয়া নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন ২০২১ এর শুভ উদ্বোধন For Advertisement Call Us @ 09666 911 528 or 01911 640 084 শিক্ষা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা নিতে ও এডু আইকন ফোরামে যুক্ত হতে ক্লিক করুন Career Opportunity at Edu Icon: Apply Online চায়নায় স্নাতকোত্তর লেভেল এ সম্পূর্ণ বৃত্তিতে পড়াশুনা করতে যোগাযোগ করুন: ০১৬৮১-৩০০৪০০ | ০১৭১১১০৯ ভর্তি সংক্রান্ত আপডেট খবরাখবর এর নোটিফিকেশন পেতে ক্লিক করুন আবুজর গিফারী কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তির জন্য যোগাযোগ-০১৭১৯৪৮১৮১৮ All trademarks and logos are property of their respective owners. This site is not associated with any of the businesses listed, unless specifically noted.
    Sylhet Agricultural University
    Tilagore, Sylhet-3100
    Phone: 0821-760930, , Fax: 0821-761980
    , Visit Website
    Admission Circular
    First Year Honours, Common Unit, Session: 2019-20
    Admission Requirements

    ২০১৬ বা ২০১৭ সালে এসএসসি/সমমান এবং ২০১৮ বা ২০১৯ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান গ্রুপ থেকে পাশ করতে হবে।

    এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় সমষ্ঠিগতভাবে ন্যূনতম জিপিএ ৭.০০ পেতে হবে। উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ আলাদাভাবে জিপিএ ৩.০০ থাকতে হবে।

    এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিত এবং জীববিদ্যা বিষয় হিসাবে থাকতে হবে।

    জিসিই ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পাসকৃত প্রার্থীদের ক্ষেত্রে ‘ও’ লেভেল পরীক্ষায় ন্যূনতম ৫টি বিষয়ে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেল পরীক্ষায় গণিত, জীববিজ্ঞান, রসায়ন এবং পদার্থবিদ্যা বিষয়ের প্রত্যেকটিতে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে। উল্লেখ্য, “ও” লেভেল এবং “এ” লেভেল এর শিক্ষার্থীদের ক্ষেত্রে ‘এ’ গ্রেডের জন্য ৫, ‘বি’ গ্রেডের জন্য ‘৪’, ‘সি’ গ্রেডের জন্য ৩.৫ এবং ‘ডি’ গ্রেডের জন্য ৩ পয়েন্ট গণ্য করা হবে। আবেদনকারীদের মধ্য থেকে মোট আসন সংখ্যার ১০ গুণিতক সংখ্যক শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।

    Account Benefit

    Apply Procedure

    আবেদন ফি ১০০০/- (এক হাজার টাকা) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের নিয়মাবলীঃ

    গুচ্ছ পদ্ধতিতে সাত কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission-agri.org) গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। যথাযথভাবে আবেদনকারীর জন্য একটি বিল নাম্বার(Bill Number) তৈরী হবে, যেটি আবেদন ফি জমা প্রদানের সময় ব্যবহার করতে হবে।

    আবেদন ডাচ্‌ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং (রকেট), ব্রাক ব্যাংকের মোবাইল ব্যাংকিং (বিক্যাশ) অথবা রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং (শিওর ক্যাশ) এর মাধ্যমে প্রদান করতে হবে।

    সঠিক আবেদনকারীর ক্ষেত্রে তাৎক্ষনিক ভাবে এর মাধ্যমে উক্ত মোবাইলে একটি নিশ্চয়ন বার্তা পাঠানো হবে।

    Special Notes

    লিখিত নির্বাচনী পরীক্ষা:
    উচ্চ মাধ্যমিক পর্যাযের পাঠ্যক্রম অনুসরণে পদার্থবিদ্যা,রসায়ন,গণিত ও জীববিদ্যা বিষয়ে Multiple Choice Question (MCQ) পদ্বতিতে লিখিত ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণীত হবে।
    পৃথক নিদিষ্ট উত্তর পত্রের প্রশ্নের উত্তর দিতে হবে, যা অপটিকাল মার্ক রিডার (OMR) দ্বারা মূল্যায়ন হবে।
    লিখিত নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে ।প্রতিটি ভূল উত্তরের জন্য ০.২৫ (দশমিক দুই পাচ) নম্বর কর্তন হবে।
    লিখিত নির্বাচনী পরীক্ষার ন্যূনতম পাশ মার্ক ৩০।

    মেধা স্কোর:
    মোট ২০০ নাম্বারের ভিত্তিতে মেধা স্কোর তৈরী করা হবে। লিখিত নির্বাচনী পরীক্ষার জন্য ১০০ নম্বর, এসএসসি/সমমান ফলাফল থেকে ৪০ নম্বর এবং এইচএসসি/সমমান ফলাফল থেকে ৬০ নম্বর গননা করা হবে।

    এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় ৪র্থ বিষয় ব্যতীত প্রাপ্ত জিপিএ-র যথাক্রমে ৮ ও ১২ গুন এবং ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর যোগ করে মেধা স্কোর তৈরী করা হবে।

    বিশেষ জ্ঞাতব্য বিষয়ঃ
    ক) অসম্পূর্ণ ও ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

    Important Dates
    Application Start
    Application End
    Submission Start
    Submission End
    Admission Test
    Exam Time 11:00 AM-12:00 PM
    • call for advertisement
    • call for advertisement
    • call for advertisement
    • call for advertisement
    • call for advertisement
    • call for advertisement
    • call for advertisement