
Tilagore, Sylhet-3100
Phone: 0821-760930, , Fax: 0821-761980
Email Us , Visit Website
First Year Honours, Common Unit, Session: 2019-20
২০১৬ বা ২০১৭ সালে এসএসসি/সমমান এবং ২০১৮ বা ২০১৯ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান গ্রুপ থেকে পাশ করতে হবে।
এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় সমষ্ঠিগতভাবে ন্যূনতম জিপিএ ৭.০০ পেতে হবে। উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ আলাদাভাবে জিপিএ ৩.০০ থাকতে হবে।
এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিত এবং জীববিদ্যা বিষয় হিসাবে থাকতে হবে।
জিসিই ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পাসকৃত প্রার্থীদের ক্ষেত্রে ‘ও’ লেভেল পরীক্ষায় ন্যূনতম ৫টি বিষয়ে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেল পরীক্ষায় গণিত, জীববিজ্ঞান, রসায়ন এবং পদার্থবিদ্যা বিষয়ের প্রত্যেকটিতে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে।
উল্লেখ্য, “ও” লেভেল এবং “এ” লেভেল এর শিক্ষার্থীদের ক্ষেত্রে ‘এ’ গ্রেডের জন্য ৫, ‘বি’ গ্রেডের জন্য ‘৪’, ‘সি’ গ্রেডের জন্য ৩.৫ এবং ‘ডি’ গ্রেডের জন্য ৩ পয়েন্ট গণ্য করা হবে।
আবেদনকারীদের মধ্য থেকে মোট আসন সংখ্যার ১০ গুণিতক সংখ্যক শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefit
End Date: 15th October, 2019
Admission Test: 30th November, 2019
Helpline: 01591190589, 01703956158
More Info: Click here
Know More About This Institute
আবেদন ফি ১০০০/- (এক হাজার টাকা)
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের নিয়মাবলীঃ
গুচ্ছ পদ্ধতিতে সাত কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission-agri.org) গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। যথাযথভাবে আবেদনকারীর জন্য একটি বিল নাম্বার(Bill Number) তৈরী হবে, যেটি আবেদন ফি জমা প্রদানের সময় ব্যবহার করতে হবে।
আবেদন ডাচ্ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং (রকেট), ব্রাক ব্যাংকের মোবাইল ব্যাংকিং (বিক্যাশ) অথবা রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং (শিওর ক্যাশ) এর মাধ্যমে প্রদান করতে হবে।
সঠিক আবেদনকারীর ক্ষেত্রে তাৎক্ষনিক ভাবে এর মাধ্যমে উক্ত মোবাইলে একটি নিশ্চয়ন বার্তা পাঠানো হবে।
লিখিত নির্বাচনী পরীক্ষা:
উচ্চ মাধ্যমিক পর্যাযের পাঠ্যক্রম অনুসরণে পদার্থবিদ্যা,রসায়ন,গণিত ও জীববিদ্যা বিষয়ে Multiple Choice Question (MCQ) পদ্বতিতে লিখিত ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণীত হবে।
পৃথক নিদিষ্ট উত্তর পত্রের প্রশ্নের উত্তর দিতে হবে, যা অপটিকাল মার্ক রিডার (OMR) দ্বারা মূল্যায়ন হবে।
লিখিত নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে ।প্রতিটি ভূল উত্তরের জন্য ০.২৫ (দশমিক দুই পাচ) নম্বর কর্তন হবে।
লিখিত নির্বাচনী পরীক্ষার ন্যূনতম পাশ মার্ক ৩০।
মেধা স্কোর:
মোট ২০০ নাম্বারের ভিত্তিতে মেধা স্কোর তৈরী করা হবে। লিখিত নির্বাচনী পরীক্ষার জন্য ১০০ নম্বর, এসএসসি/সমমান ফলাফল থেকে ৪০ নম্বর এবং এইচএসসি/সমমান ফলাফল থেকে ৬০ নম্বর গননা করা হবে।
এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় ৪র্থ বিষয় ব্যতীত প্রাপ্ত জিপিএ-র যথাক্রমে ৮ ও ১২ গুন এবং ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর যোগ করে মেধা স্কোর তৈরী করা হবে।
বিশেষ জ্ঞাতব্য বিষয়ঃ
ক) অসম্পূর্ণ ও ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
Important Dates | |
Application Start | |
Application End | |
Submission Start | |
Submission End | |
Admission Test | |
Exam Time | 11:00 AM-12:00 PM |
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ
- এইচএসসি পরীক্ষা স্থগিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স- ইংলিশ, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ
- বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-বিজ্ঞপ্তি
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর
- খুবির ৬ষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর
- জবির সমাবর্তন ১১ জানুয়ারি
- জবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার শুরু ২০ ডিসেম্বর
- রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার
- অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ১৩ জানুয়ারি; মাস্টার্স রিলিজ স্লিপ আবেদন শুরু ১৯ ডিসেম্বর
- ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে টেলিকমিউনিকেশন দফতরের রচনা প্রতিযোগিতা
- ঢাকা পলিটেকনিকে জানুয়ারি-জুন’২০ সেশনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু
- জেএসসি-পিইসির ফল বছরের শেষ দিন
- ৪০তম বিসিএস: লিখিত পরীক্ষা ৪-৮ জানুয়ারি
- তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তী উৎসবের নিবন্ধন শেষ আজ