
9-10, Chittaranjan Avenue, Dhaka-1100
Phone: 02-7119731, , Fax: 02-7113752
Email Us , Visit Website
First Year Honours, A Unit, Session: 2019-20
যে সকল শিক্ষার্থী ২০১৫ বা ২০১৬ সালে এসএসসি/সমমান এবং ২০১৭ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
A ইউনিট তথা বিজ্ঞান বিভাগের জন্য ন্যূনতম ৮.০ জিপিএ, তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০ এর নিচে হলে কোনো ছাত্র-ছাত্রী আবেদন করতে পারবে না।
একজন শিক্ষার্থী (শর্ত পূরণ সাপেক্ষে) সকল ইউনিটে পৃথকভাবে আবেদন করতে পারবে। সকল ইউনিটে বিভাগ/শাখা ভিত্তিক (কলা, বিজ্ঞান, বিজনেস স্টাডিজ, সামাজিক বিজ্ঞান ও অন্যান্য) আসন বন্টনের বিস্তারিত বিবরণ ওয়েবসাইটে ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।
সকল ইউনিটের জন্য জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় অন্ততঃ ৩টি বিষয়ে ‘সি’ গ্রেডসহ ন্যূনতম ৫টি বিষয়ে উত্তীর্ণ এবং ২০১৮ সনের ‘এ’ লেভেল পরীক্ষায় অন্ততঃ ২টি বিষয়ে ‘সি’ গ্রেডসহ উত্তীর্ণ।
৪র্থ বিষয়সহ মোট জিপিএ গণনা করা হবে।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefit
End Date: 1st August, 2019
Admission Test: 21st September, 2019
More Info: Click here
Know More About This Institute
আবেদন পদ্ধতি : (ক) ইউনিট-১ বিজ্ঞান শাখা, ইউনিট-২ মানবিক শাখা ও ইউনিট-৩ বাণিজ্য শাখাতে আবেদন করার জন্য http://admission.jnu.ac.bd অথবা http:// admissionjnu.info ওয়েবসাইটে Login করে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সন এবং নিজস্ব¦ মোবাইল নম্বর দিতে হবে। উল্লিখিত তথ্যগুলো সঠিকভাবে Input দেয়ার পর Submit Button এ ক্লিক করতে হবে। আবেদনের জন্য যোগ্য বিবেচিত হলে আবেদনকারীকে একটি Aplication ID দেয়া হবে এবং তা সংরক্ষণ করতে হবে। উক্ত Aplication ID Number দিয়ে bkash অথবা SureCash অথবা Rocket মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১০০/- টাকা জমা দিয়ে প্রাথমিকভাবে আবেদন করতে হবে। প্রাথমিকভাবে আবেদনের সময়কাল: ইউনিট-১ বিজ্ঞান শাখা, ইউনিট-২ মানবিক শাখা ও ইউনিট-৩ বাণিজ্য শাখার ক্ষেত্রে : ০১-০৮-২০১৯ তারিখ বেলা ১২.০০ টা থেকে ২০-০৮-২০১৯ তারিখ রাত ১২.০০ টা পর্যন্ত আবেদন করা যাবে। প্রাথমিক বাছাই: আবেদনের নির্ধারিত তারিখ (যা উপরে উল্লেখ করা হয়েছে) শেষ হলে পরে যারা ১০০/- টাকা দিয়ে আবেদন করেছেন, তাদের মধ্য থেকে প্রতি ইউনিটে মেধার ভিত্তিতে পঁচিশ হাজার প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিকভাবে বাছাই করা হবে। পঁচিশ হাজার ভর্তিচ্ছু ছাত্র/ছাত্রী বাছাই করার জন্য এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বর (৪র্থ বিষয়সহ) ভিত্তি করে যোগ্য পরীক্ষার্থীদের তালিকা প্রস্তুত করা হবে। যদি একই পয়েন্ট/নম্বর প্রাপ্ত পঁচিশ হাজারতম প্রার্থী একাধিক হয় তাহলে তাদেরকেও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। পরীক্ষা দেয়ার জন্য যোগ্য প্রাথমিকভাবে বাছাইকৃত পঁচিশ হাজার পরীক্ষার্থীর নাম ও রোল নম্বরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং পরীক্ষার্থীদের প্রদানকৃত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমেও জানিয়ে দেয়া হবে। আরো উল্লেখ্য যে, প্রাথমিকভাবে বাছাইকৃত প্রত্যেক ইউনিটের পঁচিশ হাজার পরীক্ষার্থীর মধ্যে অন্তর্ভুক্ত আবেদনকারীরাই কোটার সুবিধা পাবে। এই শর্ত পোষ্য কোটাসহ সকল কোটার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রাথমিকভাবে বাছাইকৃত আবেদনকারীকে লিখিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ভর্তি পরীক্ষা ফি বাবদ bkash অথবা SureCash অথবা Rocket মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৬০০/- টাকা জমা দিতে হবে। ২৩/০৮/২০১৯ তারিখ বেলা ১২.০০ টা থেকে ০২/০৯/২০১৯ তারিখ রাত ১২.০০ টা পর্যন্ত টাকা জমা দেয়া যাবে। ৪। (খ) সংগীত, চারুকলা, নাট্যকলা, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে ভর্তির আবেদন পদ্ধতি : সংগীত, চারুকলা, নাট্যকলা, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে আবেদন করার জন্য জন্য http://admission.jnu.ac.bd অথবা http:// admissionjnu.info ওয়েবসাইটে Login করে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সন এবং নিজস্ব মোবাইল নম্বর দিতে হবে। উল্লিখিত তথ্যগুলো সঠিকভাবে Input দেয়ার পর Submit Button এ ক্লিক করতে হবে। আবেদনের জন্য যোগ্য বিবেচিত হলে আবেদনকারীকে একটি Aplication ID দেয়া হবে এবং তা সংরক্ষণ করতে হবে। একজন আবেদনকারী নিজেকে ব্যবহারিক পরীক্ষার জন্য যোগ্য মনে করলে সংগীত বিভাগ, চারুকলা বিভাগ, নাট্যকলা বিভাগ, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ-এই ৪টি বিভাগেই আলাদাভাবে আবেদন করতে পারবে। প্রতিটি বিভাগে ভর্তি পরীক্ষায় (ব্যবহারিক এবং মৌখিক) অংশগ্রহণ করার জন্য (যোগ্য আবেদনকারীকে) ভর্তি পরীক্ষা ফি বাবদ bkash অথবা SureCash অথবা Rocket মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৫০০/- টাকা জমা দিতে হবে। ২৩/০৮/২০১৯ তারিখ বেলা ১২.০০ টা থেকে ০২/০৯/২০১৯ তারিখ রাত ১২.০০ টা পর্যন্ত টাকা জমা দেয়া যাবে। ৫। প্রাথমিকভাবে বাছাইকৃত পঁচিশ হাজার আবেদনকারীর করণীয় : (ক) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রাথমিকভাবে বাছাইকৃত আবেদনকারীকে লিখিত ভর্তি পরীক্ষা ফি বাবদ ৬০০/- টাকা জমা দিতে হবে যা ২৩/০৮/২০১৯ তারিখ বেলা ১২.০০ টা থেকে ০২/০৯/২০১৯ তারিখ রাত ১২.০০ টা পর্যন্ত জমা দেয়া যাবে। (খ) এসএসসি এবং এইচএসসি পরীক্ষার রোল নম্বর এবং JNU Admission system থেকে প্রদানকৃত Aplication ID number ব্যবহার করে (http://admission.jnu.ac.bd অথবা http:// admissionjnu.info) Login করতে হবে । (গ) Login করার পরে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি (যার Background সাদা ৩০০*৩০০ পিক্সেল সর্বোচ্চ ১৫০ kb সাইজ, JPEG ফরম্যাট) এবং সাক্ষর (৩০০*৮০পিক্সেল) আপলোড করতে হবে। (ঘ) কোটায় ভর্তিচ্ছু আবেদনকারীর কোটাভুক্ত হওয়ার জন্য কোটা সংক্রান্ত নির্ধারিত তথ্য ঊপ্লয়াদ করতে হবে, যেমন: মুক্তিযোদ্ধার সন্তান কোটা (FFQ)/ মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা (FFG)/ পোষ্য(ওয়ার্ড) কোটা (WQ)/ উপজাতি কোটা (TQ)/শারীরিক প্রতিবন্ধী কোটা (PDQ)/ খেলোয়াড় কোটা (BKSP) উল্লেখ করতে হবে। উল্লেখ্য যে আবেদন করার সময় কোটা উল্লেখ না করলে পরবর্তীতে কোটাভুক্তির আবেদন বিবেচনা করা হবে না। (ঙ) পূরণকৃত ফরমে যে তথ্য দেয়া হয়েছে তা পুনরায় চেক করতে হবে। মনে রাখতে হবে Final Submit Button-এ Click করার পর পূরণকৃত ফরমের কোন তথ্য পরিবর্তন করা যাবে না। তাই Final Submit Button -এ Click করার আগেই নিশ্চিত হতেহবে যে ফরমটি যথাযথভাবে পূরণ করা হয়েছে। চেক করার পর সকল তথ্য যথাযথ Final Submit Button -এ Clic করতে হবে। অতঃপর প্রবেশপত্র (Admit Card) প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করতে হবে এবং পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে এবং পরীক্ষার হলে পর্যবেক্ষকে প্রদর্শন করতে হবে।
Important Dates | |
Application Start | |
Application End | |
Submission Start | |
Submission End | |
Eligible Candidate | |
Admission Test |
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ
- এইচএসসি পরীক্ষা স্থগিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স- ইংলিশ, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ
- বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-বিজ্ঞপ্তি
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর
- খুবির ৬ষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর
- জবির সমাবর্তন ১১ জানুয়ারি
- জবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার শুরু ২০ ডিসেম্বর
- রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার
- অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ১৩ জানুয়ারি; মাস্টার্স রিলিজ স্লিপ আবেদন শুরু ১৯ ডিসেম্বর
- ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে টেলিকমিউনিকেশন দফতরের রচনা প্রতিযোগিতা
- ঢাকা পলিটেকনিকে জানুয়ারি-জুন’২০ সেশনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু
- জেএসসি-পিইসির ফল বছরের শেষ দিন
- ৪০তম বিসিএস: লিখিত পরীক্ষা ৪-৮ জানুয়ারি
- তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তী উৎসবের নিবন্ধন শেষ আজ