BSc in Nursing, Bachelor level, Session: 2016-17
আবেদন সংগ্রহ ও জমা দেওয়ার নিয়মাবলীঃ
ক) কলেজ থেকে নগদ ৩০০ (তিনশত) টাকা (অফেরতযোগ্য) দিয়ে আবেদন ফরম সংগ্রহ করে প্রার্থীকে স্বহস্তে পূরণ করে জমা দিতে হবে।
খ) আবেদন পত্রের সাথে প্রার্থীর এস.এস.সি ও এইচ.এস.সি/ সমমানের একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সনদপত্র, প্রশংসাপত্র, নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং সদ্যতোলা পাঁচ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি জমা দিতে হবে।শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefit
ভর্তি যোগ্যতা ও শর্তাবলীঃ
১) বয়সঃ সর্বোচ্চ ২২ বৎসর (০১ জানুয়ারি ২০১৭ ইং পযর্ন্ত)
২) উচ্চতাঃ (৪ ফুট ১০ ইঞ্জি)
৩) ওজনঃ ৩৯.৯২ কিলোগ্রাম(৮৮ পাউন্ড)
৪) বুকের মাপঃ স্বাভাবিক ০.৬৬ মিটার (২৬ ইঞ্জি)
৫) শ্রবণ শক্তিঃ স্বাভাবিক
৬) দৃষ্টিশক্তিঃ ৬/৬ (+ ২.৫০)
শিক্ষাগত যোগ্যতাঃ
১) ২০১৪/২০১৫/২০১৬ সালে এইচ.এস.সি অথবা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ এবং জীববিজ্ঞানে পাস মার্ক থাকতে হবে।
২) এস.এস.সি ও এইচ.এস.সি সমমান পরীক্ষায় সম্মিলিতভাবে জিপিএ ৬.০০ থাকতে হবে। তবে কোটি পরীক্ষায় জিপিএ ২.৫০ এর নিচে পেলে তা গ্রহণযোগ্য হবে না।
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত (নির্বাচিত হলে বি.এস.সি নাসিং কোর্সে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পযর্ন্ত অবিবাহিত থাকতে হবে)।
End Date: 24th October, 2016
Admission Test: 5th November, 2016
Helpline: 01769330128, 01920884665
Know More About This Subject
ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্যাবলীঃ
ক) লিখিত পরীক্ষা MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের হবে। পরীক্ষায় বাংলা, ইংরেজি, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান বিষয় সমূহ থাকবে।
খ) স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা: স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষার সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি আসতে হবে।
ফলাফলঃ চূড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীদের নামীয় তালিকা নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে এবং আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমাণ তালিকা হতে মেধাভিত্তিক ক্রমানুসারে পূরণ করা হবে।
অন্যান্য তথ্যাবলীঃ
ক) মুক্তিযোদ্ধা কোটায় ৩% এবং উপজাতি কোটায় ১% আসন সংরক্ষিত থাকবে।
খ) ভর্তি সংকান্ত যে কোনো বিষয় ভর্তি কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গন্য হবে।
গ) ভর্তি সংক্রান্ত বিষয়ে ভুল তথ্য সরবরাহকারী ভর্তি কর্তৃপক্ষ অবগত হওয়া মাত্রই বাতিল হয়ে যাবে।
ঘ) কোন প্রার্থীই কোর্স চলাকালীন সময়ে অন্য কোনো প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে পারবে না। করালে প্রমাণ সাপেক্ষে তাকে কোর্স থেকে বরিষ্কার করা হবে।
ঙ) কোর্স চলাকালীন সময়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক প্রণীত বিধিবিধান এবং স্ব-প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলতে হবে।
চ) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএডিএ প্রদান করা হবে না।
Important Dates | ||
Application Start | 2nd October, 2016 | |
Application End | 24th October, 2016 | |
Submission Start | 2nd October, 2016 | |
Submission End | 24th October, 2016 | |
Admit Card Collection | 1st November, 2016 | |
Admission Test | 5th November, 2016 | |
Exam Time | 10:00 AM - 11:00 AM |
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ
- এইচএসসি পরীক্ষা স্থগিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স- ইংলিশ, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ
- বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-বিজ্ঞপ্তি
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর
- খুবির ৬ষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর
- জবির সমাবর্তন ১১ জানুয়ারি
- জবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার শুরু ২০ ডিসেম্বর
- রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার
- অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ১৩ জানুয়ারি; মাস্টার্স রিলিজ স্লিপ আবেদন শুরু ১৯ ডিসেম্বর
- ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে টেলিকমিউনিকেশন দফতরের রচনা প্রতিযোগিতা
- ঢাকা পলিটেকনিকে জানুয়ারি-জুন’২০ সেশনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু
- জেএসসি-পিইসির ফল বছরের শেষ দিন
- ৪০তম বিসিএস: লিখিত পরীক্ষা ৪-৮ জানুয়ারি
- তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তী উৎসবের নিবন্ধন শেষ আজ