
Dhaka Cantonment, Dhaka, Bangladesh
Phone: 01775021519,
Email Us , Visit Website
MBBS, Bachelor level, Session: 2016-17
ক। ভর্তির আবেদনপত্র অনলাইনে ০৪ সেপ্টেম্বর (১০০০ ঘটিকা) হতে ২২ সেপ্টেম্বর ২০১৬ (১৪০০ ঘটিকা) তারিখ পর্যন্ত পাওয়া যাবে। আবেদনপত্র প্রাপ্তির ওয়েব ঠিকান http://afmc.teletalk.com.bd
১) ইন্টারনেটে ওয়েব ঠিকানায় প্রথম ধাপে জাতীয় কারিকুলাম (এসএসসি ও এইচএসসি/সমতুল্য) এর জন্য ও জিসিই (এ/ও/উভয় লেভেল) এর জন্য আলাদা পথ নির্দেশ করা আছে।
(২)জাতীয় কারিকুলামে পাশ করা প্রার্থীগণের জন্য দ্বিতীয় ধাপে এসএসসি ও এইচএসসি রোল নম্বর, বোর্ড ও সন টাইপ করে সাবমিট-এ ক্লিক করলে আবেদন পত্র কম্পিউটার Screen এ আসবে। এ/ও লেভেল-এ পাশ করা প্রার্থীগণের জন্য Director, Medical Education ,DGHSএর কাছ থেকে Equivalent Certificate ও Code সংগ্রহ করতে হবে এবং কোড নং টাইপ করে সাবমিট করলে ফর্ম পাওয়া যাবে।
(৩) আবেদন পত্র পূরণের জন্য টাইপ ও অপশন নির্বাচন ছাড়া নিম্নলিখিত দুইটি নথী সংযুক্ত করতে হবে।
(ক) ছবি (৩০০/৩০০ পিক্সেল যা ১০০ কিলোবাইটের মধ্যে এবং jpg /jpegহতে হবে)।
(খ) স্বাক্ষর (৮০/৩০০ পিক্সেল যা ৬০ কিলোবাইটের মধ্যে এবং jpg /jpeg হতে হবে)।
(৪) আবেদনপত্র পূরণ সঠিক ভাবে সম্পনড়ব হলে কম্পিউটার Screen এ প্রার্থীর পূরণকৃত আবেদনের নমুনা আসবে যার প্রিন্ট নেওয়া যাবে।
(৫) প্রার্থীকে আবেদন পত্র পূরণের ৪৮ ঘন্টার মধ্যে নির্দেশিত পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়ার আনুষাঙ্গিঁক খরচ বাবদ ১০০০/- (এক হাজার মাত্র) টাকা (অফেরতযোগ্য) টেলিটক মোবাইল সংযোগের মাধ্যমে পাঠাতে হবে। অন্যথায় আবেদন বাতিল হয়ে যাবে। তবে প্রার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে পুনরায় আবেদন করতে পারবেন। টাকা সঠিক ভাবে জমা হলে ফর্মে দেওয়া মোবাইল নম্বরে sms-এ অবগত করা হবে। টাকা পাঠানোর শেষ সময় ২৪ সেপ্টেম্বর ২০১৬ ১৪:০০ ঘটিকা পর্যন্ত।
(৬) আবেদনকারী ৭০০০ (সাত হাজার) জন এর বেশি হলে, মেধা ও কোটার ভিত্তিতে প্রথম ৭০০০ জনকে ভর্তি পরীক্ষার জন্য নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীগণকে মোবাইলে sms দ্বারা অবহিত করা হবে।
(৭) ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণ ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করে ০৯ অক্টোবর ২০১৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে পরীক্ষার পূর্ব পর্যন্ত একই ওয়েব সাইট ((http://afmc.teletalk.com.bd)) হতে প্রবেশ পত্র ডাউনলোড করতে পারবেন। যেখানে প্রার্থীর রোল নং, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম উল্লেখ থাকবে। প্রবেশ পত্রটি পরবর্তিতে প্রার্থীর পরিচয় পত্র হিসেবে গ্রহণযোগ্য হবে। প্রবেশপত্র হারানো গেলে পূনরায় তা একই ওয়েব সাইট থেকে ডাউনলোড করা যাবে। পরীক্ষার হলে অবশ্যই প্রবেশপত্র নিয়ে আসতে হবে।
(৮) পরীক্ষা ফি ১০০০/- টাকা Prepaid টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। বাকি কাজ যে কোন মোবাইলে চলবে।
(৯) ফিস জমা দেওয়ার পদ্ধতি: (ক) টেলিটকের Prepaid মোবাইল ফোনের Message অপশনে গিয়ে AFMC লিখে, স্পেস দিয়ে User ID লিখে ১৬২২২ নম্বরে sms প্রেরণ করতে হবে।
খ। AFMC
গ। কলেজ এর প্রসপেক্টাস, এফএকিউ, ফর্ম পূরণের পদ্ধতি ইত্যাদি তথ্য ওয়েব ঠিকানায় পিডিএফ হিসেবে দেওয়া আছে।
এছাড়াও 01881776776 নম্বর-এ অফিস চলাকালীন সময় যোগাযোগ করে ভর্তি সংক্রান্ত যে কোন তথ্য জানা যাবে।
ঘ। কলেজ ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য একটি ‘ভর্তি সংক্রান্ত তথ্য কেন্দ্র’ অফিস চলাকালীন সময় খোলা থাকবে।
ঙ। 'ও' এবং 'এ' লেভেল উত্তীর্ণ প্রার্থীদের নিজ দায়িত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সমতা নির্ধারনী সনদপত্র অনুযায়ী GPA পূরণ করতে হবে। পরিবর্তিতে নির্দেশমত সনদটির মূল কপি প্রদর্শন করতে হবে।
চ। ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য কলেজের ওয়েব সাইট www.afmcbd.com এ দেওয়া আছে। এ সংক্রান্ত কোন প্রকার যোগাযোগ এর ই-মেইল ঠিকানা afmcadmission@gmail.com.
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefit৩. লিখিত পরীক্ষা: ভর্তির তারিখ আগামী ১৪ অক্টোবর ২০১৬ তারিখ শুক্রবার সকাল ১০:০০ ঘটিকায় প্রবেশ পত্রে উল্লেখিত কেন্দ্রে অনুষ্ঠিত হাবে ।লিখিত পরীক্ষায় মেধা তালিকা ও কোটার ভিত্তিতে সবমোট আবেদন কারীর মধ্যে হতে প্রথম ৭০০০(চার হাজার)জন প্রার্থী অংশগ্রন করতে পারবেন । এই ৭০০০(চার হাজার)জন প্রাথী মধ্যে হতে এএমসি এবং এএফএমসি প্রাথী নিবাচন করা হবে ।মোট ১০০ নাম্বারের লিখিত পরিক্ষা এমসিকিউ পদ্বতিতে হবে ।বিষয় ভিত্তিক নাম্বার বিভাজন :পদাথবিদ্যা-৩০, রসায়নবিদ্যা-৩০,ইংরেজী-১০(সিলেবাস এইচ এসসি/সমমান)
৪.লিখিত পরীক্ষার ফলাফল: ২০ অক্টোবর ২০১৬ তারিখে দৈনিক সংবাদপত্র, কলেজ ওয়েব সাইট (www.afmcbd.com) ও কলেজ নোটিশ বোর্ডে লিথত পরীক্ষার ফলাফল প্রকাশ হবে ।
স্বাস্থ্য পরীক্ষা ও মূল নথি-পত্র নিরীক্ষণঃ এএমসি এবং এএফএমসি প্রার্থীদের প্রাথমিক/চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা যথাক্রমে ২৩ ও ২৪ অক্টোবর ২০১৬ এবং ২৬ ও ২৭ অক্টোবর ২০১৬ তারিখে অনুষ্ঠিত হবে। একই তারিখে নিরীক্ষণের জন্য প্রত্যেক প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি পরীক্ষার মূল সনদপত্র ও মার্কসীট, উচ্চ মাধ্যমিক এর মূল রেজিষ্ট্রেশন কার্ড এবং ০২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি সঙ্গে নিয়ে আসতে হবে। এছাড়া কোটাভূক্ত প্রার্থীদেরকে নিম্নলিখিত কাগজপত্র সঙ্গে আনতে হবে।
মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা দেরক্ষেত্রে:মুক্তিযোদ্ধাদের সন্তানদের তাদের পিতা/মাতা মক্তিযুদ্ধে অংশগ্রহনের প্রমান সুরূপ বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রনালয় প্রদত্ত সাটিফিকেট ।সশস্ত্র বাহিনীতে চাকরীরত/অবসর প্রাপ্ত মুক্তিযোদ্ধা সদস্যদের সন্তানগনের জন্য অফিসিয়াল রেকর্ড কর্তৃক প্রদত্ত সাটিফিকেট ।এ ছাড়া ,সশস্ত্র বাহীনীর মুক্তিযুদ্ধা সদস্যদের ক্ষেত্রে এতদসংক্রান্ত বিএও পর্যালোচনা করা যেতে পারে। অথবা,
মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের পুত্র-কন্যার ক্ষেত্রেঃ মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যদের পুত্র-কন্যা হিসেবে প্রার্থীকে তাদের পিতার পিতা/পিতার মাতা/মাতার পিতা/মাতার মাতা (প্রযোজ্য ক্ষেত্রে) এর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট, যা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত হতে হবে । এছাড়া প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পত্র-কন্যার পুত্র-কন্যা এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট ।
খ) উপজাতীয় প্রার্থীগণের ক্ষেত্রেঃ সংশ্লিষ্ট সার্কেল চীফ এবং জেলা প্রশাসক প্রদত্ত চারিত্রিক ও উপজাতীয়তা প্রমাণের মূল সনদপত্র।
গ) শুধুমাত্র সশস্ত্রবাহিনীর ব্যক্তিবর্গের (চাকুরীরত/অবসরপ্রাপ্ত) সন্তানদের ক্ষেত্রেঃ অধিনায়ক ইউনিট/কোরো/রেকর্ডস কর্তৃক সীলমোহর ও প্রতিস্বাক্ষরকৃত সনদপত্র।
৬। আইএসএসবি ঃ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ এএমসি ক্যাডেটদের আইএসএসবি ২৩-৩১ অক্টোবর ২০১৪-এ অনুষ্ঠিত হবে।
৭। ভর্তি পরীক্ষার আবেদনপত্র প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ এবং ফলাফল চূড়ান্তকরণ কম্পিউটারের মাধ্যমে সম্পন্ন করা হবে। উত্তরপত্র OMR মেশিনে পরীক্ষা করা হবে।
৮। ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
এসএসসি/সমমান পরীক্ষা ২০১৩/২০১৪ এবং এইচএসসি/সমমান পরীক্ষা ২০১৫/২০১৬ সনে বিজ্ঞান বিভাগে পাশ করা ছাত্র/ছাত্রীদেরকে ন্যূনতম মোট জিপিএ- ৯.০০ থাকতে হবে। শুধুমাত্র উপজাতীয় কোটাভূক্ত আসনের প্রার্থীর ক্ষেত্রে প্রাপ্ত জিপিএ এর যোগফল ন্যুনতম ৮.০০ হতে হবে। তবে কোন অবস্থাতেই উপজাতীয় প্রার্থীর এসএসসি এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর নিচে গ্রহণযোগ্য হবে না। সকলের ক্ষেত্রে এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম জিপিএ ৩.৫০ হতে হবে।
(২) যারা ২০১৩ সনের পূর্বে এসএসসি বা সমমান পরীক্ষা পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন না।
এএমসি ক্যাডেট:
পুরুষ: উচ্চতা (ন্যূনতম): ১.৬৩ মিঃ (৫ ফুট ৪ ইঞ্চি) ওজন (ন্যূনতম): ৪৫.৩৬ কেজি (১০০ পাউন্ড), বুকের মাপ (ন্যূনতম): স্বাভাবিক-০.৭৬ মিঃ (৩০ ইঞ্চি), সম্প্রসারিত -০.৮১ মিঃ (৩২ইঞ্চি), দৃষ্টি শক্তি : ৬/৬ (+ ২.৫ দৃষ্টি শক্তির মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে), Color Blindness গ্রহণযোগ্য হবে না, শ্রবন শক্তি: গ্রহণযোগ্য সীমার মধ্যে থাকতে হবে ।
মহিলা: উচ্চতা (ন্যূনতম): ১.৫৫ মিঃ (৫ ফুট ১ইঞ্চি), ওজন (ন্যূনতম): ৪০ কেজি (৮৮ পাউন্ড), বুকের মাপ (ন্যূনতম): স্বাভাবিক-০.৭১ মিঃ (২৮ইঞ্চি) সম্প্রসারিত -০.৭৬ মিঃ (৩০ ইঞ্চি), দৃষ্টি শক্তি: ৬/৬ (+ ২.৫ দৃষ্টি শক্তির মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে) Color Blindness গ্রহণযোগ্য হবে না ।
শ্রবন শক্তি: গ্রহণযোগ্য সীমার মধ্যে থাকতে হবে ।
(২) এএফএমসি ক্যাডেটঃ
মেডিক্যাল বোর্ড কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে। ওজনের ক্ষেত্রে সেনাবাহিনীতে প্রচলিত এতদ্সংক্রান্ত চার্ট অনুসরণ করা হবে এবং চার্টে উল্লেখিত সর্বোচ্চ ওজনের ১৫ পাঃ বেশী ওজন বিবেচনায় আনা যেতে পারে।
ভর্তির শর্তাবলীঃ
এএমসি ক্যাডেটঃ
১)প্রার্থীদেরকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে।
২)০১ জুলাই ২০১৬ তারিখে বয়স সর্বোক্রছ ২০ বৎসর হতে হবে।
৩)লিখিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ এএমসি ক্যাডেট প্রার্থীদের মধ্য হতে লিখিত ভর্তি পরীক্ষা এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অর্জিত ফলাফলের ভিত্তিতে যোগ্য প্রার্থীদেরকে মেধা অনুযায়ী আইএসএসবি’র সম্মুখীন হতে হবে।
৪) আইএসএসবি উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত শারীরিক যোগ্যতা নিরুপণ পূর্বক মেধা ও কোটার ভিত্তিতে এএমসি ক্যাডেট হিসেবে কলেজে ভর্তি করা হবে।
৫) এমবিবিএস কোর্স এবং ইন্টার্ণশীপ প্রশিক্ষণ সমাপনের পর এএমসি ক্যাডেটগণকে সেনাবাহিনীর প্রয়োজন সাপেক্ষে নির্বাচনী প্রক্রিয়ার কার্যাদি সম্পাদনের পর আর্মি মেডিক্যাল কোরে যোগদান করবে।
৬)ভর্তির সময় সকল ছাত্র/ছাত্রীর অভিভাবকগণকে কলেজ কর্তৃপক্ষের সাথে চুক্তিবদ্ধ হতে হবে এবং
এমবিবিএস কোর্স ও ইন্টার্ণশীপ সমাপনের পর এএমসি ক্যাডেট সেনাবাহিনীর প্রয়োজন সাপেক্ষে আর্মি মেডিক্যাল
কোরে যোগদান করতে অনিচ্ছুক হলে তাকে নির্ধারিত অংকের ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
এএফএমসি ক্যাডেটঃ
১) প্রার্থীদেরকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে ।
২) ০১ জুলাই ২০১৬ তারিখে বয়স সর্বোক্রছ ২০ বৎসর হতে হবে ।
৩) লিখিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ এএফএমসি ক্যাডেট প্রার্থীদের মধ্য হতে লিখিত ভর্তি পরীক্ষা এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অর্জিত ফলাফলের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের মেধা অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা নিরুপণ ও সকল মূল নথি-পত্র নিরীক্ষণ পূর্বক এএফএমসি ক্যাডেট হিসাবে নির্বাচন করা হবে ।
৪) এএফএমসি ক্যাডেটদের আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের প্রচলিত নিয়ম অনুযায়ী নির্ধারিত ভর্তি ফি, টিউশন ফি, কশন মানি, আউটফিট, মেসিং, লন্ড্রি চার্জ, লাইব্রেরী ফি, কলেজ ম্যাগাজিন ফি, গেমস্ এন্ড স্পোর্টস ফি এবং অন্যান্য চার্জ প্রদান করতে হবে ।
৫) ভর্তির সময় সকল ছাত্র/ছাত্রীর অভিভাবকগণকে কলেজ কর্তৃপক্ষের সাথে চুক্তিবদ্ধ হতে হবে এবং
এমবিবিএস কোর্সে অধ্যয়নকালীন ও ইন্টার্ণশীপ প্রশিক্ষণকালীন কেউ কলেজ হতে স্বেচ্ছায় অথবা বহিষ্কৃত হলে তাকে চুক্তি মোতাবেক নির্ধারিত অংকের ক্ষতিপূরণ প্রদান করতে হবে ।
End Date: 22nd September, 2015
Admission Test: 14th October, 2016
Helpline: 01881776776
More Info: Click here
Know More About This Subject
Important Dates | ||
Application Start | 4th September, 2015 | |
Application End | 22nd September, 2015 | |
Submission Start | 4th September, 2015 | |
Submission End | 22nd September, 2015 | |
Admission Test | 14th October, 2016 | |
Exam Time | 10:00 AM | |
Result Date | 20th October, 2016 |
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ
- এইচএসসি পরীক্ষা স্থগিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স- ইংলিশ, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ
- বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-বিজ্ঞপ্তি
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৭ ও ২৮ ডিসেম্বর
- খুবির ৬ষ্ঠ সমাবর্তন ২২ ডিসেম্বর
- জবির সমাবর্তন ১১ জানুয়ারি
- জবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার শুরু ২০ ডিসেম্বর
- রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার
- অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ১৩ জানুয়ারি; মাস্টার্স রিলিজ স্লিপ আবেদন শুরু ১৯ ডিসেম্বর
- ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে টেলিকমিউনিকেশন দফতরের রচনা প্রতিযোগিতা
- ঢাকা পলিটেকনিকে জানুয়ারি-জুন’২০ সেশনে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু
- জেএসসি-পিইসির ফল বছরের শেষ দিন
- ৪০তম বিসিএস: লিখিত পরীক্ষা ৪-৮ জানুয়ারি
- তিতুমীর কলেজের সুবর্ণজয়ন্তী উৎসবের নিবন্ধন শেষ আজ