'ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয় নি'

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়ে প্রভোস্ট কমিটির সিদ্ধান্তের বিষয়ে দেশের কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম খণ্ডিতভাবে ভুল তথ্য প্রচার করছে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষের দাবি, ক্যাম্পাসে কাউকে প্রবেশ বা যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়নি
গতকাল বুধবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, খণ্ডিত তথ্যের ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এসব তথ্য প্রচারের মাধ্যমে অশুভ শক্তিকে উৎসাহিত না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রভোস্ট কমিটির সিদ্ধান্ত হিসেবে গত সোমবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শুধুমাত্র এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। এখানে বহিরাগতরা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রক্টরের পূর্বানুমতি ছাড়া ক্যাম্পাসে অবস্থান ও ঘোরাফেরা এবং কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এ বিষয়ে প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিবেন।’
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আবাসিক হলসমূহে সাম্প্রতিককালে কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপট বিবেচনা ও সার্বিক অবস্থা পর্যালোচনার জন্য কমিটির সভা ডাকা হয়েছিল বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পরে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা চৌকি বসানো হবে। নিরাপত্তা চৌকিতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করবে।
এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের অনেক সিনিয়র শিক্ষকও প্রভোস্ট কমিটির এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। মূলত এরপরই বুধবার প্রভোস্ট কমিটির বৈঠকের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠানো হয়েছে।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefitঢাবি কর্তৃপক্ষের ব্যাখ্যায় বলা হয়, যেসব সিদ্ধান্ত ও পদক্ষেপের কথা প্রভোস্ট কমিটি বলেছে, সেগুলো ঐতিহ্যবাহী এ বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতি-নীতি ও সিদ্ধান্তের আলোকে নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব সিদ্ধান্ত ও পদক্ষেপের কথা প্রভোস্ট কমিটি বলেছে সেগুলো ঐতিহ্যবাহী এ বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতি, নীতি ও সিদ্ধান্তের আলোকে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সভা-সমাবেশসহ যেকোনো ধরনের কর্মসূচি পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি আবশ্যক হয়, এটা নতুন কিছু নয়।
এতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে সব সময়েই পূর্বের ন্যায় বর্তমানেও নিরাপত্তাপ্রহরী দায়িত্ব পালন করছে। তাদের দায়িত্ব পালনের অনুকূল কর্ম-পরিবেশ তৈরি করা প্রয়োজন। নিরাপত্তা প্রহরীদের দায়িত্ব ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্তৃপক্ষ মাঝে-মধ্যে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করে থাকেন। বর্তমান পদক্ষেপ তার অংশ মাত্র।
More detail about
Dhaka University
- গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ১ম ও ২য় সেমিস্টার পরীক্ষা শুরু ১৭ ফেব্রুয়ারি
- জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২৪ ফেব্রুয়ারি
- বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে প্রশিক্ষণ কোর্সে ভর্তি
- তিন ব্যাংকের সমন্বিত অফিসার ক্যাশ পদের নিয়োগে মৌখিক পরীক্ষা ১৭ ফেব্রুয়ারী
- ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন কামিল পরীক্ষার সময় পরিবর্তন
- এসএসসি'র আইসিটি পরীক্ষা পেছালো
- ১ম বর্ষ অনার্স পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু বৃহস্পতিবার
- দুবাইয়ে আন্তর্জাতিক হিফয্ প্রতিযোগিতার জন্য বাংলাদেশী নিকট আবেদনের আহ্বান
- IML, JnU offers 4 month long certificate course
- তৃতীয় বাংলাবিদ প্রতিযোগিতার নিবন্ধন শুরু
- IML, DU offers junior certificate and elementary courses'19
- অনার্স ১ম বর্ষের ফল প্রকাশ আজ
- দক্ষতা উন্নয়নে সম্পূর্ণ সরকারি খরচে প্রশিক্ষণ
- নজরুল বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
- NIMC Offers Training on Television Program Production'19
Submit Your Comments: