গৌরবের ৪৮ বছরে পা রাখলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

শোভাযাত্রায় উপাচার্যসহ অন্যান্য শিক্ষকরা
গৌরবের সাথে প্রতিষ্ঠার ৪৭ বছর পেরিয়ে ৪৮ এ পা রাখলো দেশের একমাত্র আবাসিক পাবলিক ইতিহাস-ঐতিহ্য এবং সাংস্কৃতিক রাজধানী খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে নানা কর্মসূচী পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ চত্ত্বরের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এসময় তার সাথে ছিলেন উপ-উপাচার্য মো. আবুল হোসেন। এছড়া দিবসটির কর্মসূচীর উদ্বোধনীতে বেলুনও উড়ান উপাচার্য।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ১৯৭১ সালে ১২ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর উন্মোচন করা হয়েছিল। এরপর তিনি উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান এবং বলেন, এই দীর্ঘ সময়ে বিশ্ববিদ্যালয় যেমন অবকাঠামোগত দিক দিয়ে এগিয়েছে, তেমনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ দেশ-বিদেশে যে সম্মান অর্জন করেছেন, তাতে বিশ্ববিদ্যালয় গৌরব বৃদ্ধি পেয়েছে।
শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়মিত পেতে রেজিস্ট্রেশন করুন অথবা Log In করুন।
Account Benefitএরপর বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে এসে শেষ হয়।
শোভাযাত্রায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, রেজিস্ট্রার আবু বক্কর সিদ্দিক, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতি, বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সদস্য, শিক্ষক সমিতি, অফিসার সমিতি, কর্মকর্তা-কর্মচারী সমিতির নেতারা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনভর নানা কর্মসূচীর মধ্যে ছিল, পুতুল নাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব।
More detail about
Jahangirnagar University
- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মাস্টার অব পাবলিক হেলথ এ ভর্তি বিজ্ঞপ্তি
- ঢাবির ইনস্টিটিউট অব হেলথ ইকোনোমিস এ এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রামে ভর্তি
- National Certificate Course-18 Offers by NHTTI
- ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধীন ফাজিল প্রাইভেট প্রোগ্রামে রেজিস্ট্রেশন শুরু
- চট্ট্রগ্রামের মেরিন ফিশারিজ একাডেমিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ৩৯তম ব্যাচে ভর্তি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সে ভর্তি
- ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারে ভর্তি চলছে
- জাবিতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি চলছে
- জাবিতে অর্থনীতি বিভাগে মাস্টার্স প্রোগ্রামে সামার সেমিস্টারে ভর্তি কার্যক্রম চলছে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক প্রফেশনাল কোর্সে ২য় পর্যায়ে ভর্তির আবেদন চলছে
- ঢাবিতে প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স বিভাগে ভর্তি কার্যক্রম চলছে
- ঢাবিতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে প্রফেশনাল প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু
- জহিরুল ইসলাম মেডিকেল কলেজের রজতজয়ন্তী উৎসব শুরু ২৭ এপ্রিল
- ঢাবিতে ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড বিজনেস প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু
- বিইউএফটিতে ফল-২০১৮ এ স্নাতক ও স্নাতকোত্তরে ভর্তির কার্যক্রম শুরু
Submit Your Comments: